ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রথমবার দ্বৈত গানে বাবু-শম্পা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ৮ নভেম্বর ২০২৪

প্রথমবার দ্বৈত গানে বাবু-শম্পা

.

ব্যান্ডতারকা ফুয়াদ নাসের বাবু দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি দ্বৈত গান নিয়ে আসছেন। তার সুর-সংগীত ও কণ্ঠে তৈরী হয়েছে ‘ভালবাসা ব্যথা পেলে’ শিরোনামে একটি গান। এতে তার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। গান জানালা ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে গানটি। ফুয়াদ নাসের বাবু বলেন, ব্যান্ডের কিছু অ্যালবামে আমার কয়েকটি গান আছে। সেটি সংখ্যা হিসেবে বেশি না। কিন্তু কখনো দ্বৈত গান করা হয়নি। এবারই পথম এমন একটি গান করেছি। তাও আবার নিজের সুর ও সংগীতে। জানিনা শ্রোতা কিভাবে নেবে গানটি।

তবে আমার সঙ্গে শম্পা ভালো গেয়েছেন। গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, এটি একটি ইতিহাস হয়ে থাকবে। সূদীর্ঘ ক্যারিয়াবে প্রথমবার বাবু ভাই আমার লেখায় দ্বৈত গান করেছেন। এটি আমার জন্য সত্যি আনন্দের বলতে পারি। সব কিছু ছাপিয়ে যে কথাটি স্মরণীয় হয়ে থাকবে আগামীর দিনগুলোতে, সেটা হচ্ছে সাঈদা শম্পার সাথে ফোয়াদ নাসের বাবু অর্থাৎ প্রিয় বাবু ভাইয়ের কণ্ঠে প্রথম বারের মতো একটি দ্বৈত গান শোনার বিরল সুযোগ পাচ্ছেন বাংলা গানের শ্রোতা !
১৯৭৬ সালে যাত্রা করে তার ব্যান্ড ফিডব্যাক। বাবুর নির্দেশনায় এবং সৃষ্টিশীলতায় এই ব্যান্ড শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

×