দীপা খন্দকার
এই সময়ে টেলিভিশন চ্যানেল খুললেই দুটি বিজ্ঞাপন বেশ চোখে পড়ছে দর্শকের। একটি স্যাভলনের বিজ্ঞাপন। অন্যটি প্রাণ টোস্টের। দুটি বিজ্ঞাপনেই প্রধান মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও বেশ জনপ্রিয় দীপা। বিজ্ঞাপনে কাজ করতেও তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করেন। দীপা জানান, চলতি সময়ে এই দুটি বিজ্ঞাপনের জন্য বেশ সাড়া পাচ্ছেন তিনি। এর অবশ্য একটা বিশেষ কারণও আছে।
দর্শক ঠিক এই সময়ে টিভি সেটের সামনে অনেকটা সময় নিয়ে টিভি দেখছেন। মূলত দেশের পরিস্থিতি জানার জন্যই দর্শক টিভির সামনে বসছেন। আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দীপার নতুন বিজ্ঞাপনগুলোও প্রচার হচ্ছে। যে কারণে খুব কাছের মানুষদের কাছ থেকে কাজগুলোর জন্য সাড়াও পাচ্ছেন তিনি।
দীপা খন্দকার জানান, এরই মধ্যে তিনি সনি রহমানের পরিচালনায় ওয়েলিস সয়াবিন তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ফখরুল বাশার মাসুম, আইরিন, মারুফ আকিব প্রমুখ। গেলো সপ্তাহেই বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক সনি রহমান। শীঘ্রই দীপার নতুন বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানালেন দীপা।
দীপা খন্দকার বলেন, বিগত বেশ কিছুদিন আমাদের প্রায় সবারই চোখ ছিল টিভির পর্দায়। দীর্ঘদিন পর দর্শক টিভির সামনেই থেকেছে অনেকটা সময়। যে কারণে সংবাদ দেখার পাশাপাশি সংবাদের ফাঁকে ফাঁকে আসা বিজ্ঞাপনগুলোও উপভোগ করেছে। এরমধ্যে আমার নতুন দুটি বিজ্ঞাপনও দর্শক দেখার সুযোগ পেল। আমিও কাজগুলোর জন্য বেশ সাড়া পেয়েছি। এর মধ্যে সনি রহমানের পরিচালনায় আমি নতুন আরও একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। কাজটি সনি খুব যত্ন নিয়ে করেছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে সবার।
এদিকে ঈদের পর ভিয়েতনাম থেকে দেশে ফিরেই তিনি ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিঙের কাজ শেষ করলেন। এই সিনেমায় তিনি আমেনা চরিত্রে অভিনয় করেছেন। দীপা জানান, এরই মধ্যে প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মুন্নার নির্দেশনায় ও নিউট্রেলার বিজ্ঞাপনে রুবাইয়াত মাহমুদের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। এই দুটো বিজ্ঞাপনও শীঘ্রই প্রচারে আসবে। এরই মধ্যে হৈচৈতে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত, ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’।