ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ফকির আলমগীরের জন্মবার্ষিকী উদ্যাপন

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফকির আলমগীরের  জন্মবার্ষিকী উদ্যাপন

.

গান, কবিতা আর কথামালায় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে শনিবার বিকেলে। ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য . মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি রূপা চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদীচী শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আনন্দন, ভিন্নধারা, পঞ্চভাস্কর, সুরতাল, উঠোন, উজান ঋষিজ শিল্পীগোষ্ঠী।

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। গণসংগীতশিল্পী হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন। সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীর পেয়েছেন একুশে পদক। তিনি ২০২১ সালের ২৩ জুলাই মারা যান।

×