ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জায়েদ খানের ১৬ জন বডিগার্ড!

প্রকাশিত: ১৯:২৯, ৩১ ডিসেম্বর ২০২৩

জায়েদ খানের ১৬ জন বডিগার্ড!

নায়ক জায়েদ খান।

বিনোদন জগতে আলোচিত ও সমালোচিত এক নাম নায়ক জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে ভাইরাল হতে পছন্দ এই নায়কের। আর এর মধ্যে বিশেষ করে রয়েছে সুন্দরী নারী ভক্তরা। জায়েদ খান যেখানেই যান সেখানেই নাকি ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। 

সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটি বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এবার মালয়েশিয়ায় সেলফির কবলে পড়লেন জায়েদ খান। ভিড় সামলাতে তার নিরাপত্তায় থাকা ১৬ জন বডিগার্ডও হিমশিম খায়।

দেশটির রাজধানী কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন জায়েদ খান। সেখানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আয়োজক আয়শা আহমেদ। তিনি জানান, প্রথমে তারা চার জন পুলিশ ও চার জন সিভিলকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলেন। কিন্তু জায়েদ খান আসার আগে থেকেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকরা। এরপর আরো আটজন দেহরক্ষী নিয়োগ দেন।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘এখানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিল। কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া আর আমি ভিড়ের মাঝে চাপা পড়ি। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়। কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি।’ 

তিনি বলেন, ‘আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাই কিস (উড়ন্ত চুমু) ছুড়ে দিয়েছিল। আমিও পাল্টা জবাব দিয়েছি।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার