ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পুরস্কারের ১ লাখ টাকা দিল সহশিল্পীর ক্যানসারের চিকিৎসায়

প্রকাশিত: ১৬:৪১, ৬ ডিসেম্বর ২০২৩

পুরস্কারের ১ লাখ টাকা দিল সহশিল্পীর ক্যানসারের চিকিৎসায়

অভিনেতা রওনক হাসান। ফাইল ফটো

টেলিভিশনের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন। বর্তমানে তিনি জরায়ু ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের চিকিৎসায় এই শিল্পীকে পুরস্কারের ১ লাখ টাকা দিলেন অভিনেতা রওনক হাসান। এই টাকা দিয়ে মানবিকতার পরিচয় দিলেন রওনক হাসান।

রওনক হাসান বলেন, গ্রীন টিভির ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন ওনার জন্য। আমরা সবাই এক পরিবার।

গত বছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হয়েছে।

ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এই সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।

 

এসআর

×