
গাজী রাকায়েত
একটা অন্ধকার ঘর। মেঝেতে আঁকা কিছু নক্সা। চারপাশে বেশকিছু মোমবাতি। তান্ত্রিক বেশে হাত উঁচু করে মন্ত্র পাঠ করছেন জওহরলাল। সঙ্গে একটা পুরনো ট্রাঙ্ক খুলে তার ভেতর থেকে মাথার খুলি ও কয়েকটা হাড়সহ কিছু জিনিসপত্র বের করে মেঝেতে রাখছেন।
তবে তিনি ঠিক কি করছেন প্রথম দেখায় কেউ অনুমান করতে পারবে না। এই জওহরলালের বয়স নাকি ৩০০ বছর। ২০০ বছর সাধনার পর তিনি এক শিষ্য খুঁজে পান। যার বয়স ১০০ বছর। নাম তার মোহনলাল। এতে জওহরলালের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত।
তার শিষ্য মোহনলালের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
এছাড়াও রয়েছে অভিনেত্রী সুমাইয়া অর্পা। গল্পে দেখা যাবে, কয়েকদিনের ব্যবধানে বেশকিছু মেয়ে হারিয়ে যায়।
যাদের মৃতদের পাওয়া গেছে তাদের কপালে একটা নক্সা আঁকা থাকে। হঠাৎ করে শহর থেকে অর্পা নামের এক মেয়ে হারিয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে বের হয় এক অজানা রহস্য। তান্ত্রিকের মেঝেতে আঁকা নক্সার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া মেয়েদের কপালে আঁকা নক্সার সঙ্গে। তাদের মধ্যে কি এমন যোগসূত্র আছে এমনই এক রহস্যময় গল্পে নির্মিত হয়েছে নাটক ‘জওহরলালের ডায়েরি’।
অনুপম দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। সম্প্রতি নাটকটির শূটিং শেষ হয়েছে। এটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ স্টেশন।