ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ ধারাবাহিক ‘চাঁদ হাসে আলো আসে’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২৪ মার্চ ২০২৩

ঈদ ধারাবাহিক ‘চাঁদ হাসে আলো আসে’

.

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের তিন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী একুশে পদকপ্রাপ্ত দিলারা জামান ফেরদৌসী মজুমদার এবং সদ্য চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। এবারই প্রথম একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তারা। তাদের সঙ্গে আরও অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী, নাট্যনির্দেশক আফসানা মিমি, বাংলাদেশের মডেলিং জগতের পথিকৃৎ অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

চাঁদ হাসে আলো আসে নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করছেন আরিফ খান। এবার ঈদে চ্যানেল নাইনে প্রচারের জন্য তারা ছয়জন প্রথমবার একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিকে অভিনয় করছেন। দিলারা জামান বলেন, এই ঈদ ধারাবাহিকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি একদিনই শূটিং করেছি। সেটে গল্প শুনেছি যে কাজটি খুব ভালো হচ্ছে। আগামী ঈদে বলার মতো বা উল্লেখ করার মতো একটি কাজ এটি। ডলি জহুর বলেন, নাটকের গল্পে আমাকে দেখা যাবে আফসানা মিমির শাশুড়ির চরিত্রে। আবার আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধেয় ফেরদৌসী মজমুদার আপা। গল্পটা অন্যরকম এটা বলতেই হয়। দীর্ঘদিন পর মিমি, ফেরদৌসী আপার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কাজের ফাঁকে ফাঁকে পুরোনো দিনের কত স্মৃতি যে আমরা রোমন্থন করেছি। ধন্যবাদ নাট্যকার ফারিয়া হোসেনকে এত চমৎকার একটি গল্প লেখার জন্য। নাটকটি দর্শককে দেখার জন্য বিশেষ আহ্বান রইল। ফেরদৌসী মজুমদার বর্তমানে টিভি নাটকে খুব কমই অভিনয় করেন। ফারিয়া হোসেনের লেখা এই নাটকটির গল্প তার ভালো লেগেছে বিধায় তিনি কাজটি করেছেন বেশ আগ্রহ নিয়ে।

×