
ফিল্ম ফেস্টিভ্যাল
বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’র ৫৩তম আসরে সরকারি অনুদানের সিনেমা ‘নক্সীকাঁথার জমিন’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এটি পরিচালনা করেছেন আকরাম খান। আগামী ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্থান গোয়া’তে আনুষ্ঠানিকভাবে হবে ‘নক্সীকাঁথার জমিন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে। ‘নক্সীকাঁথার জমিন’ সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাসিকা অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। এতে অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তিনি ‘নক্সীকাঁথার জমিন’-এর এমন সাফল্যে ভালোবাসা ও অভিনন্দন জানান।