
টিনা দত্ত
শালিন ভানোতের উপর গুরুতর অভিযোগ করলেন টিনা দত্ত। জানালেন বিগ বস হাউজেই নাকি একবার শালিন তার গায়ে হাত তুলতে গিয়েছিলেন। বিগ বস ১৬ থেকে বাদ পড়েছেন টিনা। তবে শালিন এখনো আছেন এই রিয়েলিটি শোতে। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ওর সঙ্গে যদি আমার দেখা না হতো, বন্ধুত্ব না হতো তাহলে বিগ বস হাউজে আমার সফরটা অন্যরকম হতো, আরও অনেক বেশি সুন্দর হতো। ও আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল। আমাকে একবার মারতে পর্যন্ত গিয়েছিল।
আমি ওর আসল রূপটা সবার সামনে নিয়ে আসতে চেয়েছিলাম আর সেটাই আমার কাল হলো। ও একজন ভালো অভিনেতা। কিন্তু ভালো মানুষ নয়। আমি ভেবেছিলাম কোনো রিয়েলিটি শোতে কেউ এতদিন ধরে অভিনয় চালাতে পারে না। কিন্তু আমি ভুল ছিলাম।