ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

পুজার পর আবার পর্দায় ফিরছেন ‘জবা’

প্রকাশিত: ১২:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২২

পুজার পর আবার পর্দায় ফিরছেন ‘জবা’

পল্লবী শর্মা 

‘কে আপন কে পর’ ধারাবাহিকের সৌজন্যে পল্লবীকে চেনেননা, এমন দর্শক বিরল। অনেক দিন ধরেই তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন— আবার কবে দেখা যাবে তাঁকে? 

সূত্র বলছে, পুজার পর ফের ধারাবাহিকে ফিরছেন পল্লবী। তবে এ বার আর স্টার জলসায় নয়। পুজার পর নাকি জি বাংলার ধারাবাহিকে ফিরছেন পল্লবী। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে অভিনেতা রুবেল দাসের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী।

যদিও এখনও চূড়ান্ত হয়নি কোনওকিছুই। সব কিছু ঠিক থাকলে পুজার পরই হবে লুক সেট। ধারাবাহিক প্রযোজনার দায়িত্বেও থাকবে নাকি জি বাংলা। 

টিএস