ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

চবিতে গুপ্ত হামলাকারীদের ব্যবস্থা নিতে ৪ দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ০০:৩০, ১৪ ডিসেম্বর ২০২৪

চবিতে গুপ্ত হামলাকারীদের ব্যবস্থা নিতে ৪ দিনের আল্টিমেটাম

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গুপ্ত হামলার ঘটনায় বিচারের দাবিতে মূল ফটক আটকে অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে শেষমেশ প্রশাসনের আশ্বাসে রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের পর থেকে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বিভিন্ন ইস্যুর দোহাই দিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা।

এসময় ঘটনাস্থলে এসে প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ শিক্ষার্থীদের সরে দেওয়ার চেষ্টা করলে তোপের মুখে পড়েন তিনি।

তখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বর্তমান প্রশাসনের অনেক ভাল কাজের মধ্যে একটি ব্যর্থতা হচ্ছে পুরো ক্যাম্পাসে এখনো নিরাপত্তার ব্যবস্থা করতে না পারা। তবে আমরা রাতদিন চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিসি ক্যামেরা। কোটি টাকার এই ক্যামেরাগুলো বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় নষ্ট করা হয়েছে। পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা সচলের কাজ চলছে। গুপ্ত হামলাকারী যেই হোক তাকে খুঁজে বের করা হবে। শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে প্রয়োজনে তদন্ত করা হবে।

অবরোধ তুলে নেওয়া নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রক্টরের বাকবিতন্ডা হয়। পূর্বের গুপ্ত ঘটনা বিচারের আওতায় আনতে না পারায় প্রক্টরের পদত্যাগেরও দাবি জানানো হয়। পরে প্রক্টর ঘটনাস্থল থেকে চলে গেলে আরও একঘণ্টা মূল ফটক আটকে রাখে শিক্ষার্থীরা।

 

আশিকুর রহমান

×