ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

যে পদ্ধতিতে বেতন পাবেন এমপিও শিক্ষকরা

প্রকাশিত: ১৩:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

যে পদ্ধতিতে বেতন পাবেন এমপিও শিক্ষকরা

ফাইল ছবি।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ অবশ্যই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

সম্প্রতি এক সংবাদমাধ্যকে এ কথা জানান তিনি। 

নেহাল আহমেদ বলেন, ইএফটিতে বেতন পাঠাতে যেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা যাচাই বাছাই চলছে। যাচাই শেষ হলেই ইএফটিতে বেতন পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। 

এমএম

×