ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেন্টালে নতুন আরও ১৫২ পদ পেল ৮ মেডিকেল

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৮:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ডেন্টালে নতুন আরও ১৫২ পদ পেল ৮ মেডিকেল

ডেন্টাল

ডেন্টাল ইউনিটের ১২টি বিভাগের ৮টি মেডিকেলে নতুন করে আরও ১৫২টি পদসৃজন হয়েছে। সেগুলো হলো- রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ, এম এ জি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা সরকারি মেডিকেল কলেজ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে ১৫২টি পদ স্থায়ীভাবে নিম্নবর্ণিত শর্তে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে দেওয়া হলো।

আরও পড়ুন>>> ১৬ মে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।

২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতনস্কেল ভেটিং করে নিতে হবে।

৩. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে।

৪. পদ সৃজনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে।

৫. ক্যাডার পদ স্থায়ীভাবে সৃজিত হবে এবং সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলের সিডিউলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনয়ন করতে হবে।

৬. ক্যাডার সিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি দেওয়া যাবে না।

৭. পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রদত্ত সব শর্ত চূড়ান্ত জিওতে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

 

এমএস

×