ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

১৬ মে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৮:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

১৬ মে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, সহ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

  আরও পড়ুন>>> ডেন্টালে নতুন আরও ১৫২ পদ পেল ৮ মেডিকেল

সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত গত বছরের নিয়মেই (ভর্তি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। ভর্তি পরীক্ষার মান বন্টন, পরীক্ষার ইউনিট, ধরন, আবেদন যোগ্যতা ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে কি না- তা আগামী ডিনস কমিটির সভায় নির্ধারণ করা হবে৷  এবারও ক্যাম্পাসেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভাগ ও ইনস্টিটিউটে আসন সংখ্যা ৪ হাজার ৯২৬টি। এই বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×