
সুভা
সিনিয়র শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম
বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১. ‘সুভা’- গল্পে সুভাষিণীর শারিরীক ত্রুটি কী ছিল ?
ক. অন্ধ খ. খোঁড়া
গ. বোবা ঘ. কালা
উত্তর: গ. বোবা
২. সুভাকে প্রথমে দেখলে সবাই কোনটি প্রকাশ করত?
ক. মানসিক কষ্টের কথা
খ. ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা
গ. সুভার মায়ের কষ্টের কথা
ঘ. সুভার বাবার কষ্টের কথা
উত্তর: খ. ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা
৩. সুভা শিশুকাল থেকে কোনটি বুঝে নিয়েছিল?
ক. সে বিধাতার অভিশাপ
খ. বাবা মায়ের আদরের
গ. সে বিধাতার আর্শিবাদ
ঘ. মায়ের গর্ভের কলঙ্ক
উত্তর: ক. সে বিধাতার অভিশাপ
৪. ‘সে নির্জন দ্বিপ্রহরের মত শব্দহীন এবং সঙ্গীহীন’ – সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?
ক. প্রতাপ খ. বানীকণ্ঠ
গ. সুভা ঘ. সুভার মা
উত্তর: গ. সুভা
৫. বাণী কণ্ঠের ঘরটা কেমন ছিল?
ক. এক-চালা খ. দো-চালা
গ. চৌ-চালা ঘ. আট-চালা
উত্তর: ঘ. আটচালা
৬. সুভার কথা না বলার কষ্টটা কে পূরণ করে দেয়?
ক. প্রতাপ খ. গরুগুলো
গ. প্রকৃতি ঘ. বাণীকণ্ঠ
উত্তর: গ. প্রকৃতি
৭. ‘সুভা’ গল্পে প্রকৃতি কখন ভয়ানক বিজনমূর্তি ধারণ করত ?
ক. পূর্র্বাহ্নে খ. মধ্যাহ্নে
গ. অপরাহ্নে ঘ. সন্ধ্যায়
উত্তর: খ. মধ্যাহ্নে
৮. সুভা কার কাছে গিয়ে মুক্তির আনন্দ লাভ করে?
ক. সমবয়সীদের কাছে
খ. পিতা-মাতার কাছে
গ. নির্বাক প্রকৃতির কাছে
ঘ. প্রতাপের কাছে
উত্তর: গ. নির্বাক প্রকৃতির কাছে
৯. সুভা নিজেকে পাতালপুরীর রাজকন্যা কল্পনা করত কেন?
ক. প্রতাপকে চমকে দেয়ার জন্য
খ. গ্রামবাসীদের চমকে দেয়ার জন্য
গ. বাবা-মায়ের মুখে হাসি দেখার জন্য
ঘ. নিজেকে সুখী করার জন্য
উত্তর: ক. প্রতাপকে চমকে দেয়ার জন্য
১০. বাণীকণ্ঠের শত্রু থাকার কারণ কী?
ক. প্রতিপত্তি খ. বদরাগী
গ. স্বচ্ছলতা ঘ. দারিদ্রতা
উত্তর: গ. স্বচ্ছলতা
১১. সর্বশী ও পাঙ্গুুলি সুভার কোন জিনিসটি চিনত?
ক. গলার স্বর খ. গায়ের গন্ধ
গ. চুড়ির শব্দ ঘ. পদশব্দ
উত্তর: ঘ. পদশব্দ
উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওÑ
বাবা-মা হারানো মিনু জন্ম থেকেই বাক্্ ও শ্রবণ প্রতিবন্ধী। কিন্তু জীবনকে তুচ্ছ মনে করেনা সে। বিশাল প্রকৃতির জগত তার অকৃত্রিম বন্ধু। দৃষ্টির ভেতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে।
১২. উদ্দীপকের মিনু ও সুভা গল্পের সুভার চরিত্রের বিপরীত দিক কোনটি?
ক. একাকীত্ব খ. জীবনবোধ
গ. প্রকৃতিপ্রেমী ঘ. পশু প্রেমী
উত্তর: খ. জীবনবোধ
১৩. তারা দুজনইÑ
র. সংসার উদাসী রর. প্রকৃতি প্রেমী
ররর. শারিরীক প্রতিবন্ধী
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: গ) রর ও ররর
১৪. সুভা ঘর থেকে বের হয়ে নদী তটে গিয়ে লুটিয়ে পড়েছিল কেন?
ক. নদীর প্রতি ভালবাসা
খ. আত্মাহুতি দেওয়ার আকাঙ্খা
গ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ
ঘ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা
উত্তর: গ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ
১৫। তুমি আমাকে যাইতে দিও না মা-সুভা এ কথা কাকে ব্যক্ত করেছে?
ক. ঈশ্বরকে খ. প্রকৃতিকে
গ. গাভীদের ঘ. প্রতিবেশীদের
উত্তর: খ. প্রকৃতিকে
১৬. সুভার বন্ধুরা হলোÑ
র. গাভীগুলো রর. বিড়াল শাবক
ররর. ছাগল শাবক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
ক. মানসী খ. গীতাঞ্জলি
গ. সোনারতরী ঘ. ক্ষণিক
উত্তর: খ গীতাঞ্জলি
১৮. মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ?
ক. অলস খ. বাচাল
গ. বাক্যহীন ঘ. কৌশলী
উত্তর: গ. বাক্যহীন