ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষয় : বিজ্ঞান অধ্যায় : অষ্টম (মিশ্রণ) শ্যামল কুমার দত্ত

ষষ্ঠ শ্রেণির লেখাপড়া

প্রকাশিত: ০১:৫৪, ২০ এপ্রিল ২০২২

ষষ্ঠ শ্রেণির লেখাপড়া

সিনিয়র শিক্ষক (অব.) গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ক) সঠিক উত্তরটি জেনে নেইঃ ১) দ্রবণে কোনটি বেশি থাকে? ক) দ্রাবক খ) দ্রব গ) লবণ ঘ) চিনি উত্তর: ক) দ্রাবক ২) গ্লুকোজ ও পানির মিশ্রন কী ধরনের মিশ্রন? ক) সমসত্ত্ব খ) অসমসত্ত্ব গ) মৌলিক পদার্থ ঘ) যৌগিক পদার্থ উত্তর: ক) সমসত্ত্ব ৩) পানিতে তুঁত মিশালে দ্রবণটি কোন রং ধারণ করে? ক) লাল খ) নীল গ) কালো ঘ) বাদামি উত্তর খ) নীল ৪) স্পাইট বোতলের দ্রবণ কোন প্রকৃতির? ক) তরল-তরল খ) তরল-গ্যাস গ) তরল-কঠিন ঘ) তরল জলীয় উত্তর: খ) তরল গ্যাস ৫) লবণের স্ফটিক তৈরির পদ্ধতিকে বলা হয়Ñ ক) বাস্পী ভবন খ) স্ফটিকীকরণ গ) ঘনীভবন ঘ) মিশ্রণ উত্তর: খ) স্ফটিকীকরণ। ৬) কণার আকার কত হলে সাসপেনশন বলা যাবে? ক) ১ ন্যানো মিটার খ) ১০০ ন্যানোমিটার গ) ৫০০ ন্যানোমিটার ঘ) ১ মাইক্রোমিটার উত্তর : খ) ১০০ ন্যানোমিটার ৭) দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়- র) পানি রর) স্পিরিট ররর) ইথার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: খ) র, রর ও ররর ৮) কোনটি সঠিক? ক) দ্রব=দ্রবণ+দ্রাবক গ) দ্রবণ=দ্রব+দ্রাবক খ) দ্রাবক=দ্রবণ+দ্রব ঘ) দ্রবণ=দ্রব-দ্রাবক উত্তর: গ) দ্রবণ= দ্রব+দ্রাবক ৯) ৩০০ গ্রাম পানি দিয়ে ঘধ২ঈড়৩ এর সম্পৃক্ত দ্রবণ করতেদ কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? ক) ৬৪.৮ গ্রাম খ) ৪১.২ গ্রাম গ) ২০-৬ গ্রাম ঘ) ১০.৩ গ্রাম উত্তর: ক) ৬৪.৮ গ্রাম ১০) সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা যদি ১০ গ্রাম কম হবে তবে দ্রবণটি- ক) সম্পৃক্ত খ) অসম্পৃক্ত গ) সমসত্ত্ব ঘ) অসমত্ত্ব উত্তর: খ) অসম্পৃক্ত ১১) কোকাকোলার বোতল কোন গ্যাস মিশ্রিত থাক? ক) অক্সিজেন গ) কার্বন-ডাই অক্সাইড খ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন উত্তর: গ) কার্বন ডাই অক্সাইড ১২) তরল গ্যাস দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য- র) পানি দ্রাবক রর) গ্যাস দ্রব্য ররর) উদাহরণ-লেবুর শরবত কোনটি সঠিক- ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: খ) র ও রর ১৩) নিচের কোনটি সমসত্ত্ব মিশ্রণ? ক) বালু ও চিনির মিশ্রণ খ) লোহার গুঁড়া ও লবণের মিশ্রণ গ) বালু ও লোহার গুড়ার মিশ্রণ ঘ) চিনি ও পানির মিশ্রণ উত্তর: ঘ) চিনি ও পানির মিশ্রণ ১৪) একাধিক পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে কী বলে? ক) মিশ্রণ খ) দ্রবণ গ) দ্রব ঘ) দ্রাবক উত্তরঃ ক) মিশ্রণ ১৫) পানি ও চর্বি কার কলয়েড? ক) দুধ খ) তেল গ) চিনি ঘ) ঘি উত্তরঃ ক) দুধ ১৬) দ্রবণে যে দ্রবীভূত হয় সেটিÑ ক) দ্রাবক গ) দ্রব খ) মিশ্রণ ঘ) দ্রবণ উত্তরঃ গ) দ্রব ১৭) নিচের কোনটি অজৈব পদার্থ? ক) স্পিরিট গ) এসিটোন খ) ক্যালসিয়াম কার্বনেট ঘ) এসিটেক এসিড উত্তর: খ) ক্যালসিয়াম কার্বনেট ১৮) সাধারণত সার্বজনীন দ্রাবক কী? ক) মাটি খ) পানি গ) তেল ঘ) চর্বি উত্তর: খ) পানি। খ) ছোট প্রশ্নগুলোর উত্তর জেনে নেইঃ ১) মিশ্রণ কাকে বলে? উত্তর: দুই বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। ২) দ্রবণ কী? উত্তর: সে সফল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বন্টিত থাকে এবং একটি উপাদান থেকে অন্যটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকে দ্রবণ বলে। ৩) দ্রব কী? উত্তর: দ্রবণের উপাদানগুলোর মধ্যে যেটি অন্য উপাদান দ্বারা দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। ৪) সার্বজনীন দ্রাবক কী? উত্তর: সার্বজনীন দ্রাবক হলো এমন দ্রাবক যা সবরকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে। ৫) দ্রবনীয়তা কাকে বলে? উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই ঐ দ্রাবকে এ দ্রবের দ্রবনীয়তা বলে। ৬) পরিস্রুত কী? উত্তর: পরিস্রাবণ প্রক্রিয়ায়-ছাঁকানের পর যে পরিস্কার তরল পদার্থ কী করে জমা হয় তাকে পরস্রুত বলে।
×