ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০২:০০, ৩০ ডিসেম্বর ২০২১

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম পাঠ্যবইয়ের অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর প্রদত্ত কবিতাংশটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর লেখ: থাকব না বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণাকে। ১। নিচের যে কোন পাঁচটি শব্দের অর্থ লেখো। বদ্ধ, যুগান্তর, দেশান্তর, নেশা, বীর বরণ, মরণ-যন্ত্রণা উত্তর: বদ্ধ- বন্ধ যুগান্তর- অন্যযুগ দেশান্তর- অন্য দেশ নেশা- আকর্ষণ বীর- সাহসী বরণ- সাদরে গ্রহণ মরণ-যন্ত্রণা - মৃত্যুর মত কঠিন যন্ত্রনা ২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ ক. কবি বদ্ধ ঘরে থাকতে চাননা কেন? তা দুটি বাক্যে লেখ। উত্তর: কবি পুরো জগতটাকে দেখতে চান। পৃথিবীতে কী ঘটছে কেমন করে ঘটছে যা যা তার অজানা সব তিনি জানতে চান তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। খ. মানুষ কেন দেশ থেকে দেশান্তরে ছুটছে? চারটি বাক্যে লেখ। উত্তর : অজানাকে জানার কৌতুহল মানুষের চিরকালের। অসীম বিশ্বের অজানা তথ্য জানতে চায় অদেখাকে দেখতে চায়। আবিস্কার করতে চায় নতুন কিছু। এ লক্ষ্যে মানুষ দেশ থেকে দেশান্তরে ছুটছে। গ.মানুষ কীসের জন্য মরণ-যন্ত্রনাকে বরণ করে নিয়েছে তা চারটি বাক্যে লেখ । উত্তর : এ জগতের অজানা রহস্যকে ভেদ করার ইচ্ছা মানুষের কাছে নেশার মত। রহস্য উদ্্ঘাটনের নেশায় মানুষ কঠিন পথে পা বাড়াতেও দ্বিধা করে না। মৃত্যু ঝুঁকি নিয়ে অসীম বিশ্বের রহস্য উদঘাটনে মানুষ মাতাল হয়ে উঠেছে, মুলত জানার অদম্য ইচ্ছার কারণেই মানুষ মরণ যন্ত্রণাকেও সাদরে গ্রহণ করেছে। (১১) কবিতার চরণগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখ: হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে; শুনব আমি ইঙ্গিত কোন্্্ মঙ্গল হতে আসছে উড়ে ॥ পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে; বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে ॥ ক. কবি মঙ্গলের ইঙ্গিত শুনতে চান কেন? দুটি বাক্যে লেখো। উত্তর ঃ কবি মঙ্গল গ্রহের অজানাকে জানতে চান। তাই তিনি মহাকাশ যানে চড়ে মঙ্গলে পৌঁছাতে চান। খ. কবিতাংশটির মুলভাব লেখ। উত্তর : অজানাকে জানার কৌতুহল মানুষের সহজাত আচরণ, সে বিশ্বের সব কিছু জানতে চায়। আকাশ ভেদ করে সে রহস্য উদঘাটন করার সাথে সাথে মাটির নিচের রহস্যও উন্মোচন করতে চায়, তাই কিশোর মনের প্রতিজ্ঞা অসীম বিশ্বের সব তথ্য থাকবে তার হাতের মুঠোয়, গ. তুমি কীভাবে বিশ্বজগত দেখতে চাও? তিনটি বাক্যে লেখ। উত্তর: শিক্ষার্থী নিজের মত করে উত্তরটি লেখার চেষ্টা কর।
×