
সিনিয়র শিক্ষক (অব.)
গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। একবীজপত্রী উদ্ভিদ কোনটি?
ক) আম খ) কাঁঠাল
গ) সরিষা ঘ) ঘাস
উত্তর ঃ ঘ. ঘাষ
২। নিচের কোনটি দ্বিজীপত্রী উদ্ভিদ?
ক) ধান খ) গম
গ) মরিচ ঘ) ঘাস
উত্তর ঃ মরিচ
৩। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে কী বলে?
ক) আদর্শ উদ্ভিদ খ) নিম্নশ্রেণীর উদ্ভিদ
গ) অরোহিণী উদ্ভিদ ঘ) মরুজ উদ্ভিদ
উত্তর ঃ আদর্শ উদ্ভিদ
৪। কোনটি ফুলে থাকে?
ক) বৃতি খ) পাতা
গ) মূল ঘ) কাণ্ড
উত্তর ঃ ক) বৃতি
৫। নিচের কোনটি পর্ব হতে উৎপন্ন হয়?
ক) কাণ্ড খ) শাখা
গ) বৃত্তি ঘ) পাতা
উত্তর ঃ ঘ. পাতা
৬। শাখা-প্রশাখার গায়ে যে সবুজ অঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) পাতা খ) ফুল
গ) ফল ঘ) কাণ্ড
উত্তর ঃ ক. পাতা
৭। কোনটি ভ্রƒণমূল হতে উৎপন্ন হয়?
ক) মূল খ) কাণ্ড
গ) বিটপ ঘ) পর্ব
উত্তর ঃ ক. মূল
৮। মূলের শেষ প্রান্তের টুপির মতো অংশটি-
ক) মূলরোম অঞ্চল খ) বর্ধিষ্ণু অঞ্চল
গ) স্থায়ী অঞ্চল ঘ) মূলত্র
উত্তর : ঘ. মূলত্র
৯। স্থানিক মূলের অন্তর্ভুক্ত-
ক) নারিকেল খ) মরিচ
গ) সুপারি ঘ) ধান
উত্তর ঃ খ. মরিচ
১০। কোন উদ্ভিদের মূল গুচ্ছমূল?
ক) কেয়া খ) বট
গ) আম ঘ) নারিকেল
উত্তর ঃ ঘ) নারিকেল
১১। নিচের কোনটি অগুচ্ছ মূল?
ক) ধান খ) বটের ঝুরিমূল
গ) নারিকেল ঘ) সুপারি
উত্তর ঃ খ. বটের ঝুরিমূল।
১২। মূলা কাণ্ড নয় কেন?
ক) এর পর্ব বা পর্বমধ্য নেই
খ) এটি কাষ্ঠল নয়
গ) এর রং সবুজ নয়
ঘ) এটি খুবই রসাল
উত্তর ঃ ক. এর পর্ব বা পর্বমধ্য নেই।
১৩। কোনটি লতানো কাণ্ড?
ক) আমরুলী খ) পুঁই
গ) মটরশুঁটি ঘ) শিম
উত্তর ঃ ক. আমরুলী
১৪। পাতায় প্রস্তুত খাদ্য কোনটির মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে?
ক) মূল খ) কাণ্ড
গ) পাতা ঘ) ফুল
উত্তর ঃ কাণ্ড।
১৫। আদর্শ পাতার কয়টি অংশ থাকে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর ঃ খ. ৩টি।
১৬। পাতার দণ্ডাকার অংশটির নাম কি?
ক) শিরা খ) বৃন্ত
গ) উপপত্র ঘ) ফলক
উত্তর ঃ খ. বৃন্ত।
খ) প্রশ্নগুলোর উত্তর জেনে নেই ঃ
১। পত্রবৃন্ত কী? এর অবস্থান কোথায়?
উত্তর ঃ পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবৃন্ত বা পত্রবোঁটা বলে, এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে। অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান।
২। পত্রের কাজ কী?
উত্তর ঃ পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো-
র) খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে।
রর) পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বের করে দেয়।
ররর) পাতা খাদ্য তৈরির জন্য কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়।
রা) পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বের করে দেয়।
৩। সরল পত্রের প্রধান শিরাকে কি বলে?
উত্তর ঃ সরল পত্রের ফলকটি অখণ্ডিত। এর প্রধান শিরাটি বৃন্তশীর্ষ হতে ফলকের অন্যপ্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। একে মধ্যশিরা বলে।
৪। যৌগিক পত্রের র্যাকিস কী?
উত্তর ঃ যৌগিক পত্রের (নিম, তেঁতুল) ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে।
৫। মূলরোম কাকে বলে?
উত্তর ঃ মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূ² লোমশ অংশকে মূলরোম অঞ্চল বলে।
৬। কাণ্ড কাকে বলে?
উত্তর ঃ উদ্ভিদের যে অংশ শাখা-প্রশাখা, পাতা, মুকুল, ফুল, ফল ধারণ করে তাকে কাণ্ড বলে।
৭। শয়ান কাণ্ড কাকে বলে?
উত্তর ঃ যেসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না ওদের টেইলার বা শয়ান কাণ্ড বলে।
৮। শীর্ষ মুুকুল কী?
উত্তর ঃ কাণ্ডের অগ্রভাগে যে মুকুল জন্মে তাকে শীর্ষ মুকুল বলে।
৯। আদর্শ উদ্ভিদ কী?
উত্তর ঃ আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদই আদর্শ উদ্ভিদ।
১০। আদর্শ পাতা কী?
উত্তর ঃ যে পাতায় পত্রমূল, বৃন্ত ও ফলক ও তিনটি অংশ থাকে তাই আদর্শ পাতা।
১১। পক্ষল যৌগিক পত্র কী?
উত্তর ঃ যে যৌগিক পত্রে পত্রফলকগুলো র্যাকিসে বা অক্ষের দু-ধারে সাজানো থাকে তাই পক্ষল যৌগিক পত্র।
১২। পত্রমূল কী?
উত্তর ঃ পাতার যে অংশ কাণ্ড বা শাখা-প্রশাখার গায়ে যুক্ত থাকে তা হলো পত্রমূল।
১৩। মূলত্র কী?
উত্তর ঃ মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূলত্র।
১৪। পর্বমধ্য কী?
উত্তর ঃ পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য।
১৫। শয়ান উদ্ভিদের ব্যবহারিক দিকসমূহ উল্লেখ কর।
উত্তর ঃ যেসব উদ্ভিদের কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না তা শয়ান উদ্ভিদ। যথা-পুঁই, মটরশুঁটি। এদের ব্যবহারিক দিকসমূহ নিম্নরূপ ঃ
পুঁই ঃ পুঁই সবজি হিসেবে ব্যবহৃত হয়।
মটরশূঁটি ঃ সবজি ও ডাল জাতীয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
১৬। মূল এর ২টি কাজ উল্লেখ কর।
উত্তর ঃ মূল এর ২টি কাজ হলো-
র) মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড়-বাতাসে সহজে হেলে পড়ে না।
রর) মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে।
১৭। মরু উদ্ভিদের পাতা ছোট হয় কেন?
উত্তর ঃ মরু অঞ্চলে মাটিতে পানির পরিমাণ কম থাকে। পাতার আকার বড় হলে পত্ররন্ধ্রের প্রস্বেদন প্রক্রিয়ায় বেশি পানি বের হয়ে যেত। ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ত। প্রস্বেদন প্রক্রিয়ায় পানির অপচয় কমানোর জন্যই মরু উদ্ভিদগুলোর পাতা ছোট হয়ে থাকে।
১৮। সবল কাণ্ড বলতে কী বুঝ?
উত্তর ঃ যেসব কাণ্ড শক্ত প্রকৃতির এবং গাছকে শক্ত ও খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাদেরকে সবল কাণ্ড বলে। আম, জাম, কাঁঠাল প্রভৃতির কাণ্ড সবল বলে এরা মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এ ধরণের কাণ্ডে কাষ্ঠ থাকে বলে এরা এতটা শক্ত হয়।
১৮। মূলরোম অঞ্চল ও স্থায়ী অঞ্চলের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর ঃ নিচে মূলরোগ অঞ্চল ও স্থায়ী অঞ্চলের মধ্যে পার্থক্য দেখানো হলো-