১. ঘরের বাতাসে কোনটি থাকার জন্য পুরনো তৈলচিত্র কালো হয়ে যায়
ক. হাইড্রোজেন সালফাইড
খ. নাইট্রোজেন
গ. লেড অক্সাইড
ঘ. কার্বন মনোক্সাইড
২. কোন ধাতুর যৌগ মোটরগাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে
ক. দস্তা খ. সিসা
গ. তামা এ্যালুমিনিয়াম
৩. কিছু গাছের পাতা গায়ে লাগলে চুনকায়, কারণ ঐ পাতায় আছে
ক.আকলিক এ্যাসিড
খ. ফর্মিক এ্যাসিড
গ. সাইট্রিক এ্যাসিড
ঘ. জিঙ্ক ক্লোরাইড
৪. নিচের কোনটিকে আমরা ক্লোরোফর্ম নামে চিনি
ক. ট্রাই ক্লোরো মিথেন
খ. ট্রাই ক্লোরো ইথানল
গ. ট্রাই ক্লোরো ইথেন
ঘ. ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
৫. পিঁপড়ের হুলে থাকে-
ক. সাইট্রিক এ্যাসিড
খ. ফর্মিক এ্যাসিড
গ. মিথানোয়িক এ্যাসিড
ঘ. ফর্মালডিহাইড
৬. বীরভানের চৌতিশা কার লেখা
(ক) শেম চন্দ্র (খ) সৈয়দ সুলতান (গ) শেখ ফয়জুল্লাহ্ (ঘ) কোরেশী মাগন ঠাকুর
৭. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা ?
(ক) কাব্য (খ) উপন্যাস (গ) নাটক (ঘ) প্রবন্ধ
৮. ‘রাইজোবিয়াম’ কী ?
(ক) ব্যাকটেরিয়া (খ) ছত্রাক (গ) ভাইরাস (ঘ) পরজীবী
৯. জীব কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে ?
(ক) রবার্ট হুক (খ) লিউয়েন হুক (গ) রবার্ট ব্রাউন (ঘ) লুই পাস্তুর
১০. পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
(ক) আলাওল (খ) দৌলত কাজী (গ) মাগন ঠাকুর (ঘ) শাহ্ মুহম্মদ সগীর
১১. মুক্তিযুদ্ধের সর্বেচ্চ ভাস্কর্যের নাম কি ?
(ক) বীর (খ) গৌরব (গ) উনসত্তর (ঘ) একাত্তর
১২. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি ?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
উত্তর : গ ১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬-ঘ, ৭-ক, ৮-ক, ৯-গ, ১০-ক, ১১-ক, ১২-গ