ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রেমিকদের জন্য সতর্কবার্তা: এই দেশগুলোতে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ

প্রকাশিত: ২২:০৬, ১ ডিসেম্বর ২০২৪

প্রেমিকদের জন্য সতর্কবার্তা: এই দেশগুলোতে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ

প্রকাশ্যে চুম্বন করা বাঙালির চোখে লজ্জার মাথা খাওয়ার বিষয় হলেও অন্যান্য দেশে এটি খুব সাধারণ বিষয়। সেখানেও আমরা বাঙালিরা রাস্তায় বা খোলা ময়দানে সঙ্গীকে ভালোবাসায় জড়িয়ে ধরলে বা চুম্বন করতে দেখলে খানিকটা নিজেরাই লজ্জা পাই। তবে উন্নত দেশগুলোতে এগুলো হরহামেশাই আপনার চোখে পড়বে কোনো যুগলকে জড়িয়ে ধরতে কিংবা চুম্বন করতে।

তবে, প্রকাশ্যে চুম্বন করা কিন্তু অনেক দেশে নিষিদ্ধ। এমনকি কাজটি করে ধরা পড়লে জেল হবে নিশ্চিত। সে দেশের নাগরিক তো বটেই আপনি পর্যটক হয়েও এই ভুলটি করলে জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। 

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জনসম্মুখে স্ত্রীকে চুম্বন করা নিষিদ্ধ। যদি কাউকে এই কাজ করতে দেখা যায়, তাহলে সেখানকার পুলিশ জরিমানাসহ জেলেও দিতে পারে। ২০০৯ সালে এক ব্রিটিশ দম্পতি দুবাইয়ের একটি পাবলিক প্লেসে চুম্বন করতে গিয়ে ধরা পড়েছিলেন। তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

রাজু

×