ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

মামুন সারওয়ারের তিনটি ছড়া

.

প্রকাশিত: ২২:০৮, ১৪ জুন ২০২৪

মামুন সারওয়ারের তিনটি ছড়া

.

ঈদের ছড়া

ঈদের হাসি ঈদের খুশি

হৃদয় মাঝে ছন্দ তোলে,

এদিন মানুষ হিংসা-বিভেদ

হাজার রকম দ্বন্দ্ব ভোলে।

আম্মা পরেন নতুন শাড়ি

সাজেন দাদি নতুন সাজে,

ঘর হয়ে যায় আতরদানি

পবিত্রতা সবার মাঝে।

রঙ-বাহারি জামা পরে

খোকা-খুকু বেড়ায় ঘুরে,

ঈদের খুশি যায় ছড়িয়ে

সবার প্রাণে বিশ্বজুড়ে।

 

*

বড়

তুমি বড় না আমি বড়

আমি বড় না তুমি,

এসব নিয়ে ঝগড়া করে

মনন এবং  সুমি।

মামা এসে বলল হেসে

বড় স্বদেশ ভূমি।

*

খুকুর আঁকাআঁকি

সবুজ রঙে আঁকো তুমি

লালচে রঙে আঁকো,

খুকু তুমি এঁকে এঁকে

চুপটি করে থাকো।

আঁকাআঁকির শেষে

উঠছো তুমি হেসে

তোমার আঁকায় স্বপ্ন নাচে

সোনার বাংলাদেশে।

*

ঈদের চাঁদ

সরকার জাহিদুল ইসলাম

চাঁদ ওঠে তো প্রতিদিনই

ঈদ কেন তাও হয় না

ঈদের চাঁদে থাকে নাকি

বিশেষ কোনো গয়না?

কবের চাঁদটা ঈদের চাঁদ হয়

কোথায় থাকে লেখা?

ঈদের নামতা অনেক কঠিন

হলো না আর শেখা!

রোজ রাতেই তো চাঁদ ওঠে তাও

নেই কারো তাগিদ

আমি শুধু একাই ভাবি 

কালকে বুঝি ঈদ।

                প্রতিদিনের চাঁদটা হতো

                ঈদেরই চাঁদ যদি

                দেশটা জুড়ে খুশির আবেশ

                থাকতো নিরবধি।

 

 

 

×