ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী

​​​​​​​জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৩ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২১:৪৮, ৩ ডিসেম্বর ২০২৩

ন্যাশনাল ডিফেন্স ও  আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার ঢাকায় মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সমাপনকারী

ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩-এর কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে রবিবার অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  খবর আইএসপিআরের।

রাষ্ট্রপতি সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চমানসম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় রাষ্ট্রপতি গভীর সন্তোষ প্রকাশ করেন। এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ এ ৮৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং বন্ধুপ্রতিম দেশসমূহের ২৯ জন। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৬ জন কোর্স সম্পন্ন করেন।

×