ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ আয়োজন

প্রকাশিত: ০১:২৭, ২৭ জুন ২০২২

সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের অনন্য এক আয়োজন। শিল্পীরা গানে গানে গাইছেন ‘পদ্মা সেতু পদ্মা সেতু শেখ হাসিনার অবদান’। সেই গানের সুরে তালে তাল মেলাচ্ছেন তরুণ-তরুণীরা। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেল টানিয়ে সেখানেই শুরু হয়েছে এই আনন্দ আয়োজন। সেখানে ব্যানারে ব্যানারে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আরও আছে পদ্মা সেতুর উদ্বোধনে দক্ষিণাঞ্চলসহ সারাদেশে যে অর্থনৈতিক উন্নতি সাধিত হবে তা নিয়ে নানা কথামালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ ও ঢাকা জেলা প্রশাসন। সাংস্কৃতিক এই আয়োজনের দ্বিতীয় দিন ছিল রবিবার। উদ্যাপনের এ আয়োজন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
×