ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যারোধী বাড়ি

প্রকাশিত: ২৩:০৫, ২৫ জুন ২০২২

বন্যারোধী বাড়ি

জাপানের প্রখ্যাত আবাসন কোম্পানি ইচিহিজো কোমুতেন সম্প্রতি বন্যারোধী বাড়ি তৈরি করে আলোচনায় এসেছে। ভয়াবহ বন্যায়ও বাড়িটির মধ্যে পানি প্রবেশ করবে না। আবার এটি ভেসে থাকতে পারবে। আপনি চাইলে বাড়িটিকে সুবিধাজনক জায়গায় কিছুদিনের জন্য সরিয়ে নিতে পারবেন। জাপানের তুমুল জনপ্রিয় টিবিএস টেলিভিশন সম্প্রতি এই বাড়ির ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে। ইচিহিজো কোমুতেন কোম্পানির তৈরি এই পরীক্ষামূলক বাড়ির খবরে জাপানসহ বিশ্বের নানা প্রান্তে আগ্রহ তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের যেসব দেশে বন্যার প্রকোপ বেড়েছে সেসব দেশে এই বাড়ির চাহিদা তৈরি হতে পারে বলে ইচিহিজো কোমুতেন কোম্পানির কর্তৃপক্ষ মনে করছে। কোম্পানির এক প্রকৌশলী বলেন, বন্যারোধী এই বাড়িতে আধুনিক দুনিয়ার সকল সুবিধা থাকবে। এতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের পাশাপাশি আধুনিক দুনিয়ার সকল সুবিধা রাখা হয়েছে। বাড়িটির চারপাশে পানি থৈ থৈ করলেও লোকজন দীর্ঘদিন বাস করতে পারবে। বাড়িটির দামও রাখা হয়েছে সকল শ্রেণীর হাতের নাগালে। মাত্র ৫ হাজার সাত শ’ ডলার দিয়ে বাড়িটি কেনা যাবে। -অডিটিসেন্ট্রাল অবলম্বনে।
×