ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যান্ত্রিক ত্রুটি ॥ আকাশে তেল পুড়িয়ে নিরাপদে ঢাকায় নামল ফ্লাই দুবাইয়ের ফ্লাইট

প্রকাশিত: ০১:৪৩, ২৪ মে ২০২২

যান্ত্রিক ত্রুটি ॥ আকাশে তেল পুড়িয়ে নিরাপদে ঢাকায় নামল ফ্লাই দুবাইয়ের ফ্লাইট

জনকণ্ঠ ডেস্ক ॥ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পর প্রায় এক ঘণ্টা ঢাকার আকাশে উড়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট অবশেষে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানতে পেরে দুবাই না যাওয়ার সিদ্ধান্ত নেন। খবর অনলাইনের। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৮৮ ফ্লাইটটি রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে উড়ে যায়। পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝে ঢাকার বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন। তবে তিনি তখনই অবতরণ করেননি। পাইলট ঢাকার আকাশে প্রায় ৫০ মিনিট চক্কর দেন। ট্যাঙ্কার থেকে কিছুটা তেল পুড়িয়ে ১২টা ১৫ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করেন। ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
×