ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের খেলার সিদ্ধান্ত জানা যাবে আজ

প্রকাশিত: ০০:৩০, ২২ মে ২০২২

মুস্তাফিজের খেলার সিদ্ধান্ত জানা যাবে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন ধরেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলার বিষয়ে চলছে জোরালো আলোচনা। তিনি টেস্ট খেলতে আগ্রহী নন। কিন্তু তাকে টেস্ট খেলানোর বিষয়টি বিসিবি সম্প্রতিই জানিয়েছে, প্রয়োজন হলেই মুস্তাফিজকে খেলতে হবে টেস্ট। সেই প্রয়োজন আসন্ন। কারণ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্টের সিরিজে খেলা হবে না বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি পেসার তাসকিন আহমেদের। তাই এখন বিকল্প হিসেবে মুস্তাফিজের কথা ভাবতেই হচ্ছে। ইতোমধ্যেই তার সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের নির্বাচকরা। ফলে আজ জানা যাবে মুস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলানো হবে কিনা। বিষয়টি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) টানা খেলার ক্লান্তিতে এখনই টেস্টে ফিরতে নারাজ মুস্তাফিজ। এই মুহূর্তে আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। এই টি২০ আসরে খেলার জন্য তিনি দেড় মাসেরও বেশি সময় ধরে আছেন ভারতে। এখন সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তাই মুস্তাফিজকে ফিরতে হবে। এই মুহূর্তে পেসার সঙ্কটে পড়েছে বাংলাদেশ দল। বিকল্প হিসেবে ডানহাতি অনেকে থাকলেও বাঁহাতি পেসার নেই। বাঁহাতি শরিফুল নিয়মিত খেলে যাচ্ছিলেন ৩ ফরমেটে। কিন্তু তিনিও এখন ইনজুরিতে। তাই মুস্তাফিজকে ক্যারিবীয়দের বিপক্ষে ২ টেস্টের সিরিজের জন্য ভাবা হচ্ছে। এ বিষয়ে জালাল বলেছেন, ‘তাকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দু’জন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভাল হয়।
×