ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইভিএম পদ্ধতির ভুল প্রমান করতে পারলে পুরস্কৃত করা হবে ॥ ইসি আহসান হাবিব

প্রকাশিত: ১৬:১১, ২০ মে ২০২২

ইভিএম পদ্ধতির ভুল প্রমান করতে পারলে পুরস্কৃত করা হবে ॥ ইসি আহসান হাবিব

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভুল থাকে এটা যদি কোন রাজনৈতিক দল প্রমান করতে পারে তাহলে তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া তিনি বলেন, দেশের গণতন্ত্র ধরে রাখতে হলে নির্বাচন দরকার, আর এর জন্য প্রয়োজন সঠিক ভোটার তালিকা প্রণয়ন। নির্বাচন কমিশনার আরও বলেন, একটি নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে আমার সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী করবো। সেই গ্রাউণ্ডে কোন কোন টিম খেলবে সেটা টিমের ব্যাপার। তবে আমরা আশ্বস্ত করতে চাই একটি কার্যকর, নিরপেক্ষ, অবাধ এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য আমরা সর্বত্মক চেষ্টা করবো। সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই আমরা জনগণকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই। এর মধ্যদিয়ে জনগণ যেন সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারে। আজ শুক্রবার (২০ মে) দুপুরে খুলনা বিভাগের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে স্বাগত জানান আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপন করেন থানা নির্বাচন কর্মকর্তা সোমেন বিশ্বাস। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনসহ যে কোন নাগরিক সেবায় জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তাই সঠিকভাবে তথ্য নিতে হবে। তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে তথ্য নিতে প্রমাণক হিসেবে পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এসএসসি সনদের সাহায্যে ব্যক্তির নামের বানান ও আনুষঙ্গিক তথ্য যাচাই করা যেতে পারে। পরে নতুন ভোটারদের মাঝে তিনি ভোটার কার্ড বিতরণ করেন। উল্লেখ্য দেশে ৭ম বারের মতো ২০২২ সালের ২০ মে তারিখ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী শুরু হয়ে আগামী ৯ জুন পর্যন্ত চলবে। ১০ জুন থেকে ছবি তোলা শুরু হবে। ২০২৩ সালের ২ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবারের ভোটার তালিকায় ১ জানুয়ারী ২০০৫ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত করা হবে।
×