ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আহত ৩, যান চলাচল বন্ধ

ভোলায় বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক অটোরিক্সা খালে

প্রকাশিত: ২৩:২৫, ১৮ মে ২০২২

ভোলায় বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক অটোরিক্সা খালে

নিজস্ব সংবাদদাতা, ভোলা/ সংবাদদাতা, লালমোহন ॥ ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙ্গে পণ্যবাহী ট্রাক অটোরিক্সা খালে পড়ে গেছে। ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে গেছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ড্রাইভারসহ তিন জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় খালের ওপর নতুন করে গার্ডার ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। নির্মাণাধীন ব্রিজের পাশেই যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের ওই বেইলি ব্রিজ দিয়ে পার হচ্ছিল। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙ্গে অটোরিক্সাসহ ট্রাকটি নিচে খালে পড়ে যায়। এতে ওই ট্রাক ড্রাইভারসহ তিন জন আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অন্যান্য যানবাহনে থাকা ৩ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়। পরে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ারসার্ভিস যৌথ অভিযানে নেমে ট্রাক ও অন্যান্য যানবাহন উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভোলা-চরফ্যাশন সড়কের বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী বুধবারের মধ্যে ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম। মাধবপুরে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ॥ নিজস্ব সংবাদদাতা মাধবপুর থেকে জানান, উপজেলার জগদীশপুর ধর্মঘর আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় নির্মাণাধীন ব্রিজের বিকল্প কাঠের ব্রিজ ভেঙ্গে পড়ায় দক্ষিণ মাধবপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে এ আঞ্চলিক সড়কে এখন সরাসরি কোন যানচলাচল করতে পারছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ৩টি ইউনিয়নের সাধারণ যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। সাধারণ মানুষ নির্মাণাধীন ব্রিজ দিয়ে হেঁটে ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছে। যানবাহনের চালকরা জানান, প্রায় ১ বছর আগে ভবানীপুর এলাকায় পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। বিকল্প রাস্তায় চলাচলের জন্য কাঠের একটি বিকল্প ব্রিজ তৈরি করা হয়। কিন্তু এটি দিয়ে শুধু তিন চাকার ছোট যানবাহন চলাচল করত। কিন্তু গত ৩/৪ দিন হঠাৎ ভারি বর্ষণে বিকল্প কাঠের ব্রিজটি পানির তোড়ে ভেসে গেছে।
×