স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা শ্রীলঙ্কা হয়তো আগাম শিরোপার স্বপ্ন দেখছিল। শুধু সেই শ্রীলঙ্কাই নয়, গোটা ক্রিকেট বিশ্বককেই চমকে দিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে আফগানিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১৩৪ রানের পুঁজি নিয়েও মোহাম্মদ নবী, রশীদ খানের উত্তরসূরিরা পেয়েছে ৪ রানের নাটকীয় এক জয়। মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলবে আফগান যুবারা।