সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
ক) সঠিক উত্তরটি জেনে নেই।
১। ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা এদেশে Ñ
র) ধ্বংসযজ্ঞ চালিয়েছে
রর) লুটতরাজ করেছে
ররর) হত্যাকা- চালিয়েছে
নিচের কোনটি সঠিক ?
ক) র ও রর খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
২। বাংলাদেশের প্রাচীনতম ভূমি কোনটি?
ক) ঢাকা খ) নারায়ণগঞ্জ
গ) কুমিল্লা ঘ) ফেনী
উত্তর : গ) কুমিল্লা
৩। কোথায় তাম্র প্রস্তর যুগের বসতির চিহ্ন আবিষ্কৃত হয়েছে?
ক) মহাস্থানগড়ে গ) ময়নামতিতে
খ) পাহাড়পুড়ে ঘ) উয়ারী-বটেশ্বরে
উত্তর : উয়ারী-বটেশ্বরে
৪। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) গোপাল খ) মহীপাল
গ) ধর্মপাল ঘ) দেবপাল
উত্তর : ক) গোপাল
৫। কে শতবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য ও হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র এর সিংহাসনে বসেন?
ক) অশোক খ) শশাঙ্ক
গ) গোপাল ঘ) ধর্মপাল
উত্তর : ক) গোপাল
৬। পাল রাজবংশ প্রায় কত বছর বাংলাদেশ শাসন করেছিল?
ক) ৪০০ বছর খ) ৪৫০ বছর
গ) ৪৯০ বছর ঘ) ৪৮০ বছর
উত্তর : ৪০০ বছর
৭। হিউয়েন সাঙ সমতট পরিভ্রমণ করে কয়েটি বৌদ্ধবিহার দেখতে পান?
ক) ৩০ খ) ২৯
গ) ২৮ ঘ) ২৭
উত্তর : ক) ৩০
৮। সর্বশেষ কোন পাল রাজা এদেশ শাসন করেছিলেন?
ক) দেবপাল খ) ধর্মপাল
গ) মদনপাল ঘ) গোপাল
উত্তর : সদনপাল
৯) কোন রাজা বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন?
ক) লক্ষণ সেন খ) বল্লাল সেন
গ) বিজয় সেন ঘ) ধর্মপাল
উত্তর : ক) লক্ষণ সেন।
১০। কোন রাজার নিকট থেকে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি নদীয়া জয় করেন?
ক) লক্ষণ সেন খ) বিজয় সেন
গ) বল্লান সেন ঘ) দেবপাল
উত্তর : ক) লক্ষণ সেন
১১। ৮ম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য কোথায় যেত?
ক) যুক্তরাজ্যে খ) মিশরে
গ) আরবে ঘ) ইংল্যান্ডে
উত্তর : গ) আরবে।
১২। কোন সম্রাট ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন?
ক) দেবপাল খ) গোপাল
গ) মহীপাল ঘ) ধর্মপাল
উত্তর : ঘ) ধর্মপাল
১৩। ধর্মপালের প্রধানমন্ত্রী কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক) জৈ খ) ব্রাহ্মণ্য
গ) শিখ ঘ) বৌদ্ধ
উত্তর : খ) ব্রাহ্মণ্য
১৪। কোন যুগে ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোন ভেদাভেদ ছিল না?
ক) পাল যুগে খ) সেন যুগে
গ) মৌর্য যুগে ঘ) গুপ্ত যুগে
উত্তর : ক) পাল যুগে
১৫। সোমপুর-মহাবিহার কত শতকে নির্মিত হয়েছে?
ক) ষষ্ঠ-সপ্তম খ) সপ্তম-অষ্টম
গ) অষ্টম-নবম ঘ) নবম-দশম
উত্তর : গ) অষ্টম-নবম
১৬। নওগাঁ জেলার ‘সোমপুর মহাবিহার’ একজন পাল সম্রাটের অমর স্থাপত্যকীর্তি। এখানে কোন পাল সম্রাটের কথা বলা হয়েছে?
ক) গোপাল খ) ধর্মপাল
গ) দেবপাল ঘ) রামপাল
উত্তর : খ) ধর্মপাল
১৭। সোমপুর মহাবিহার কে নির্মণ করেন?
ক) সম্রাট ধর্মপাল খ) সম্রাট অশোক
গ) সম্রাট দেবপাল ঘ) সম্রাট গোপাল
উত্তর : ক) সম্রাট ধর্মপাল
১৮। শূলপানি কোন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন?
ক) পাল যুগের খ) সেন যুগের
গ) গুপ্ত যুগের ঘ) মৌর্য যুগের
উত্তর : খ) সেন যুগের
১৯। কোন ধর্মের পা-ুলিপিতে দেব-দেবীর রূপ চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো?
ক) হিন্দু খ) বৌদ্ধ
গ) ব্রাহ্মণ ঘ) জৈন
উত্তর : খ) ব্রাহ্মণ
২০। বাংলা ভাষায় প্রাচীন নিদর্শন কোনটি?
ক) চর্যাপদ খ) দানসাগর
গ) পবনদূত ঘ) গীতগোবিন্দ
উত্তর : ক) চর্যাপদ
২১। রাজা লক্ষণ সেনের পিতার নাম কি?
ক) বিজয় সেন খ) বল্লাল সেন
গ) কেশব সেন ঘ) বিশ্বরূপ সেন
উত্তর : খ) বল্লাল সেন
২২। ‘সদুক্তিকর্ণামৃত’ বইটি কে সংকলন করেছেন?
ক) অভিনন্দ খ) শ্রীধর দাস
গ) সন্ধ্যাকর নন্দী ঘ) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
উত্তর : খ) শ্রীধর দাস
২৩। কোন যুগে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে?
ক) পাল খ) সেন
গ) মৌর্য ঘ) গুপ্ত
উত্তর : ক) পাল
২৪। বৌদ্ধ বিহারে শিক্ষার্থীদের কি বলা হতো?
ক) শ্রমণ খ) আচার্য
গ) ভিক্ষু ঘ) গুরু
উত্তর : ক) শ্রমণ
২৫। কত মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেন?
ক) ছয় মাস খ) সাত মাস
গ) আট মাস ঘ) নয় মাস
উত্তর : ঘ) নয় মাস
২৬। ইংরেজরা কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়।
ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
উত্তর : ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
২৭। ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত বছর ভারত উপমহাদেশ শাসন করেছিল?
ক) সত্তর বছর খ) আশি বছর
গ) নব্বই বছর ঘ) একশ বছর
উত্তর : একশ বছর
২৮। ইংরেজরা প্রায় কত বছর ভারত উপমহাদেশ শাসন করেছিল?
ক) একশ বছর খ) দুইশ বছর
গ) তিনশ বছর ঘ) চারশ বছর
উত্তর : খ) দুইশ বছর
২৯। কত খ্রিষ্টাব্দে বাংলাদেশ মুসলিম শাসনের সূত্রপাত হয়?
ক) ১২০৪ খ্রিষ্টাব্দে খ) ১২০৪ খ্রিষ্টাব্দে
গ) ১২০২ খ্রিষ্টাব্দে ঘ) ১২০১ খ্রিষ্টাব্দে
উত্তর : ক) ১২০৪ খ্রিষ্টাব্দে
৩০। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজী কে?
ক) তুর্কি মুসলিম সেনাপতি গ) ইরানি মুসলিম সেনাপতি
খ) ভারতীয় শিখ সেনাপতি ঘ) চীনা খ্রিষ্টান সেনাপতি
উত্তর : ক) তুর্কি মুসলিম সেনাপতি।