ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আগুনে ১৩ পরিবারের বাড়িঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৯:৫৪, ২০ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে আগুনে ১৩ পরিবারের বাড়িঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে বুধবার রাত ১১ টায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৩টি পরিবারের ৫০টিরও বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ১০ - ১২টি পরিবার। প্রত্যক্ষদর্শী ও অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, প্রতিবেশী একজনের ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। এ আগুনের সূত্রপাত থেকে তারবাড়িসহ আরও ১৩টি পরিবারের বাড়িঘর নিমিশেই আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পরেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শী শামসুল বলেন, আগুনে যে মানুষগুলোর ঘর পুড়েছে তাদের অধিকাংশ দিনমজুর। প্রত্যেকটা বাড়িঘরের কোনকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা গাবাদী পশু অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরেছে এবং চাল-ডাল, টাকা-পয়সা, খাতা-কলম সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নি:স্ব হয়ে গেছে। এতে এই পরিবারগুলোর ৫০ লাখেরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরী ভাবে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করা না হলে এই কনকনে শীতে তারা খুবই কষ্ট ভোগ করবে। খবর পেয়ে বৃহস্পতিবার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করেন।
×