ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে সেনাসদস্য হত্যার রহস্য উদঘাটন, তিন ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১৭:১৩, ১৯ জানুয়ারি ২০২২

সিদ্ধিরগঞ্জে সেনাসদস্য হত্যার রহস্য উদঘাটন, তিন ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত সেনাসদস্য শাহিন আলমের হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জীবন (২৩), সুমন ওরফে বিয়ার সুমন (২৫) ও জুম্মন (২২)। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পটুয়াখালীর লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সৈনিক (কুক) শাহিন আলম (২২) সাত দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি চাঁদপুরে যাচ্ছিলেন। এ সময় তার বন্ধু ফারহাবিবের সিদ্ধিরগঞ্জের বাসায় যাওয়ার সময় শুক্রবার দিবাগত রাত ৩টায় মৌচাক এলাকায় পৌছলে ৩ জন ছিনতাইকারী তাকে আক্রমন করে। এসময় শাহিন আলমের কাছ থেকে মানি ব্যাগ টাকা পয়সা ছিনিয়ে নেয়ার সময় তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে ভোরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। হত্যাকান্ডের ৭২ ঘন্টার মধ্যে ৩ পেশাদার ছিনতাইকারীদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
×