ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রেণি : ষষ্ঠ অধ্যায় : প্রথম (বাংলাদেশের ইতিহাস) শ্যামল কুমার দত্ত

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০১:৫৪, ১৯ জানুয়ারি ২০২২

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিনিয়র শিক্ষক (অব.) গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ক) সঠিক উত্তরটি জেনে নেই। ১। স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? ক) জানুয়ারি থেকে ডিসেম্বর গ) মার্চ থেকে ডিসেম্বর খ) ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর ঘ) এপ্রিল থেকে ডিসেম্বর উত্তর : গ) মার্চ থেকে ডিসেম্বর ২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত মাসব্যাপী পরিচালিত হয়েছিল? ক) ৮ মাস খ) ৯ মাস গ) ১০ মাস ঘ) ১১ মাস উত্তর : খ) ৯ মাস ৩। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কত সালে? ক) ১৯৪৭ সালে খ) ১৯৫২ সালে গ) ১৯৬৬ সালে ঘ) ১৯৭১ সালে উত্তর : ক) ১৯৪৭ সালে ৪। কোন নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়? ক) ১৯৭০ সালের নির্বাচন গ) ১৯৮৬ সালের নির্বাচন খ) ১৯৭৯ সালের নির্বাচন ঘ) ১৯৯১ সালের নির্বাচন উত্তর : ক) ১৯৭০ সালের নির্বাচন ৫। ১৯৭১ সালের কখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন? ক) ২৬ শে মার্চ প্রথম প্রহরে খ) ২৪ শে মার্চ শেষ রাতে গ) ২৫ শে মার্চ সন্ধ্যায় ঘ) ২৪ শে মার্চ মধ্য রাতে উত্তর : ক) ২৬ শে মার্চ প্রথম প্রহরে ৬। প্রবাসী বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন? ক) সৈয়দ নজরুল ইসলাম গ) খন্দকার মোশতাক আহমদ খ) তাজউদ্দীন আহমদ ঘ) এইচ এম কামরুজ্জামান উত্তর : ক) সৈয়দ নজরুল ইসলাম। ৭। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোন সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? ক) যুক্তফ্রন্ট সরকার গ) প্রবাসী বাংলাদেশ সরকার খ) আওয়ামী লীগ সরকার ঘ) ভারত সরকার উত্তর : গ) প্রবাসী বাংলাদেশ সরকার ৮। কত সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে? ক) ১৮ লক্ষ খ) ২৩ লক্ষ গ) ২৯ লক্ষ ঘ) ৩০ লক্ষ উত্তর : ঘ) ৩০ লক্ষ। ৯। কাকে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলা হয়? ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। খ) মাওলানা ভাসানীকে গ) তাজউদ্দিন আহমদকে ঘ) একে ফজলুল হককে উত্তর : ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জনক বলা হয় কেন? ক) বঙ্গবন্ধু যোগ্য নেতা বলে খ) তার দুরদর্শিতার জন্য গ) তিনি ত্যাগী নেতা ছিলেন বলে ঘ) তার নেতৃত্বে দেশ স্বাধীন হয় বলে উত্তর : তার নেতৃত্বে দেশ স্বাধীন হয় বলে। ১১। পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করের বাঙালি জাতি ইতিহাসে পরিচিত হয়েছেÑ র) বীর বাঙালি হিসেবে রর) বর্ণবাদী জাতি হিসেবে ররর) বিজয়ী জাতি হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ১২। ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা এদেশে Ñ র) ধ্বংসযজ্ঞ চালিয়েছে রর) লুটতরাজ করেছে ররর) হত্যাকা- চালিয়েছে নিচের কোনটি সঠিক ? ক) র ও রর খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১৩। বাংলাদেশের প্রাচীনতম ভূমি কোনটি? ক) ঢাকা খ) নারায়ণগঞ্জ গ) কুমিল্লা ঘ) ফেনী উত্তর : গ) কুমিল্লা ১৪। কোথায় তাম্র প্রস্তর যুগের বসতির চিহ্ন আবিষ্কৃত হয়েছে? ক) মহাস্থানগড়ে গ) ময়নামতিতে খ) পাহাড়পুড়ে ঘ) উয়ারী-বটেশ্বরে উত্তর : উয়ারী-বটেশ্বরে ১৫। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক) গোপাল খ) মহীপাল গ) ধর্মপাল ঘ) দেবপাল উত্তর : ক) গোপাল ১৬। কে শতবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য ও হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র এর সিংহাসনে বসেন? ক) অশোক খ) শশাঙ্ক গ) গোপাল ঘ) ধর্মপাল উত্তর : ক) গোপাল ১৭। পাল রাজবংশ প্রায় কত বছর বাংলাদেশ শাসন করেছিল? ক) ৪০০ বছর খ) ৪৫০ বছর গ) ৪৯০ বছর ঘ) ৪৮০ বছর উত্তর : ৪০০ বছর ১৮। হিউয়েন সাঙ সমতট পরিভ্রমণ করে কয়েটি বৌদ্ধবিহার দেখতে পান? ক) ৩০ খ) ২৯ গ) ২৮ ঘ) ২৭ উত্তর : ক) ৩০ ১৯। সর্বশেষ কোন পাল রাজা এদেশ শাসন করেছিলেন? ক) দেবপাল খ) ধর্মপাল গ) মদনপাল ঘ) গোপাল উত্তর : সদনপাল ২০) কোন রাজা বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন? ক) লক্ষণ সেন খ) বল্লাল সেন গ) বিজয় সেন ঘ) ধর্মপাল উত্তর : ক) লক্ষণ সেন। ২১। কোন রাজার নিকট থেকে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি নদীয়া জয় করেন? ক) লক্ষণ সেন খ) বিজয় সেন গ) বল্লান সেন ঘ) দেবপাল উত্তর : ক) লক্ষণ সেন ২২। ৮ম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য কোথায় যেত? ক) যুক্তরাজ্যে খ) মিশরে গ) আরবে ঘ) ইংল্যান্ডে উত্তর : গ) আরবে। ২২। কোন সম্রাট ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন? ক) দেবপাল খ) গোপাল গ) মহীপাল ঘ) ধর্মপাল উত্তর : ঘ) ধর্মপাল ২৩। ধর্মপালের প্রধানমন্ত্রী কোন ধর্মের অনুসারী ছিলেন? ক) জৈ খ) ব্রাহ্মণ্য গ) শিখ ঘ) বৌদ্ধ উত্তর : খ) ব্রাহ্মণ্য ২৪। কোন যুগে ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোন ভেদাভেদ ছিল না? ক) পাল যুগে খ) সেন যুগে গ) মৌর্য যুগে ঘ) গুপ্ত যুগে উত্তর : ক) পাল যুগে ২৫। সোমপুর-মহাবিহার কত শতকে নির্মিত হয়েছে? ক) ষষ্ঠ-সপ্তম খ) সপ্তম-অষ্টম গ) অষ্টম-নবম ঘ) নবম-দশম উত্তর : গ) অষ্টম-নবম ২৬। নওগাঁ জেলার ‘সোমপুর মহাবিহার’ একজন পাল সম্রাটের অমর স্থাপত্যকীর্তি। এখানে কোন পাল সম্রাটের কথা বলা হয়েছে? ক) গোপাল খ) ধর্মপাল গ) দেবপাল ঘ) রামপাল উত্তর : খ) ধর্মপাল ২৭। সোমপুর মহাবিহার কে নির্মণ করেন? ক) সম্রাট ধর্মপাল খ) সম্রাট অশোক গ) সম্রাট দেবপাল ঘ) সম্রাট গোপাল উত্তর : ক) সম্রাট ধর্মপাল
×