ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন উদ্যমে তৌসিফ

প্রকাশিত: ০১:৫১, ১৯ জানুয়ারি ২০২২

নতুন উদ্যমে তৌসিফ

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। ‘দূরে কোথাও আছি বসে, অনুভবে’সহ আরও কিছু গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিত পান তিনি। সিডি-ক্যাসেটের যুগে তার কণ্ঠ শোনা যেত শহরের অলিতে-গলিতে। তবে মাঝে বেশকিছু সময় গান থেকে দূরে ছিলেন বলে জানান। বিশেষ করে করোনাকালীন সময়ে গানে তাকে তেমন পাওয়া যায়নি। নতুন বছরে ফের নতুন উদ্যমে ফিরছেন এ কণ্ঠশিল্পী। তিনি বলেন, নতুন বছরে বেশকিছু পরিকল্পনা নিয়ে আসছি। এরমধ্যে নতুন গানের কাজও শুরু করছি। সত্যি বলতে মাঝে কয়েক বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও সুরকারদের সঙ্গে কাজ করেছি। এ সময়ে শ্রোতাদের সঙ্গে আমি যে ধরার গান দিয়ে পরিচিতি সেটি থেকে একটু দূরে সরে যাই। তাই আবার সেই চেনা রুপে ফেরার জন্য কিছুদিনের বিরতি শেষে কাজ শুরু করেছি। খুব শীঘ্রই শ্রোতারা নতুন কিছু পাবেন। ইউটিউবের এ যুগে গান প্রকাশের জন্য অনেকে বলেন প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বারে যেতে হয়না। এটিকে আপনি কিভাবে দেখছেন ? প্রশ্নের উত্তরে তৌসিফ বলেন, আমার শুরুর দিকে প্রযোজনা প্রতিষ্ঠানের বেশ সাপোর্ট পেয়েছি। এতটুকু আসার পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অবদান কম নয়। তবে এ সময়ে অনেক কিছুর পরিবর্তন এসেছে। এরজন্য এককভাবে কেউ দায়ী নন। এ সময়ে গান প্রকাশের জন্য যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে যেতে হয়না। কিন্তু একটা গানের ভালো প্রমোশনের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ভূমিকা থাকলে সেটি শ্রোতাদের কাছে সহজে পৌঁছায় বলে আমি মনে করি।
×