ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাজ করেও বেতন পাচ্ছে না ৫ সহস্রাধিক শ্রমিক

উখিয়ায় কর্মসৃজন প্রকল্পে অনিয়ম

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ জানুয়ারি ২০২২

উখিয়ায় কর্মসৃজন প্রকল্পে অনিয়ম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় কর্মসৃজন প্রকল্পের কাজ করেও বেতন পাচ্ছে না ৫ হাজার ১৫৯ জন শ্রমিক। কর্মসৃজন প্রকল্পের জন্য নির্ধারিত ৫৮ দিনের মধ্যে ৩২ দিন কাজ সম্পন্ন করেছে শ্রমিকরা। ৪০০ টাকা করে মজুরি মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে শ্রমিকদের নিজ নিজ মোবাইলে প্রেরণের কথা থাকলেও শ্রমিকরা কোন ধরণের টাকা পায়নি এখনও। উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং এনজিও সংস্থা সুশীলনের অনিয়ম ও দুর্নীতির কারণে কর্মসৃজন প্রকল্পে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শ্রমিকরা পাচ্ছে না তাদের ন্যায্য মজুরি। জানা যায়, ২০২১-২০২২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নের ৪৫টি গ্রামীণ অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয়। প্রকল্প বাস্তবায়ন করার জন্য জালিয়াপালং ইউনিয়নে ৮২৬ জন, পালংখালী ইউনিয়নে ১ হাজার ৬১৬ জন, রত্নাপালং ইউনিয়নে ৪৬৫ জন, হলদিয়াপালং ইউনিয়নে ১হাজার ১৯৩ জন ও রাজাপালং ইউনিয়নে ১ হাজার ৫৯ জন মোট ৫ হাজার ১৫৯ শ্রমিক নিয়োগ করা হয়। প্রকল্পের মোট ব্যায় ধরা হয় ১২ কোটি টাকা। শ্রমিকদের ৪০০ টাকা মজুরি মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রদানের কথা থাকলেও ৩২ দিন কাজ শেষ করেও শ্রমিকরা এ পর্যন্বতও টাকা পায়নি। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, এনজিও সংস্থা সুশীলনের অনিয়ম ও দুর্নীতির কারণে কর্মসৃজন প্রকল্পে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুনকে কল করার পর সাংবাদিক জানতে পেরে কোন ধরণের বক্তব্য না দিয়ে লাইন কেটে
×