স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় পদ্মার চরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় পদ্মার মধ্য কড়ালি নওশারার হবির চরে এই সংঘর্ষ হয়। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘায় পদ্মার মধ্য কড়ালি নওশারার হবির চরের শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি নিজ জমিতে মাটি কাটছিলেন। এ সময় প্রতিপক্ষ আলমগীর হোসেন বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে শরিফুল ইসলাম, তার স্ত্রী মর্জিনা বেগম, বোন মাজেদা বেগম ও ভাই জিয়াউল হক আহত হন। আলমগীর হোসেনের পক্ষের রিপন হোসেনসহ আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার আলমগীর হোসেন ও তার মা আসুরা বেগমকে মারধর করা হয়। আহত অবস্থায় ওই দিনই তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে ওই চরের জমি নিয়ে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।