ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক গাড়ি আনছে সনি, দেখালো সেডান ও এসইউভি

প্রকাশিত: ১৪:৪৪, ৫ জানুয়ারি ২০২২

বৈদ্যুতিক গাড়ি আনছে সনি, দেখালো সেডান ও এসইউভি

অনলাইন ডেস্ক ॥ এ বছরের সিইএস মেলায় বড় এক চমক দেখালো সনি। প্রায় সব বড় প্রতিষ্ঠান যখন মেলায় শারীরিক উপস্থিতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে, সনি সেখানে সাড়ম্বরে হাজির ছিল ভেনুতে। কেবল তাই নয়, চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও কেনিচিরো ইয়োশিদা হাজির হয়েছেন দুটি বিদ্যুচ্চালিত কনসেপ্ট গাড়ি নিয়ে। হ্যাঁ, বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে আসছে সনি, নতুন একটি বিভাগও খুলেছে প্রতিষ্ঠানটি - ‘সনি মোবিলিটি ইনকর্পোরেটেড’। “গাড়ি নির্মাণের বিষয়ে সত্যি সত্যিই আন্তরিক সনি” - শিরোনামে লিখেছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সি’নেট। ওই শিরোনামের কারণ হচ্ছে, গেল বছর সিইএস মেলায় সনি কেবল টিজার ভিডিও দেখিয়েছিল, যেটি সত্যি সত্যিই গাড়ির বাজারে আসার বিষয়ে সে সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেয়নি। সুরক্ষা পর্যবেক্ষণের জন্য গাড়ির ভিতরে এবং বাইরে মোট ৪০টি সেন্সর ইনস্টল করা হয়েছে।
×