ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাউবি উপাচার্যের তিনটি বিষয় শনাক্ত সেমকার সহযোগিতা পেতে

সেমকা এডভাইজরী কাউন্সিলের ২১তম সভা : ৬ বছর মেয়াদী কৌশলপত্র অনুমোদন

প্রকাশিত: ২১:০৪, ৯ ডিসেম্বর ২০২১

সেমকা এডভাইজরী কাউন্সিলের ২১তম সভা : ৬ বছর মেয়াদী কৌশলপত্র অনুমোদন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কানাডাস্থ কমনওয়েলথ অফ লার্ণিং (কোল) এর দিল্লীস্থিত কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সেমকা) এর অ্যাডভাইজারি কাউন্সিলের ২১তম সভা বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কমনওয়েলথ অব লার্ণিং এর প্রেসিডেন্ট ও সিইও আশা কানওয়ার। সভায় কোল এর প্রেসিডেন্ট আশা কানওয়ার স্বাগত বক্তব্যে ভিডিও লেসন বৃদ্ধির জন্য জোর দেন এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করার বিষয়ে মত দেন। সভায় সেমকা’র ডাইরেক্টর মাধব পারহার ৬ বছর মেয়াদী কৌশলপত্র এবং ২০২০-২১ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় বাউবি’র উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার ভবিষ্যতে সেমকার সহযোগিতা প্রাপ্তির জন্য তিনটি ক্ষেত্র শনাক্ত করেন, মুদ্রিত বিষয়বস্তু কনসেপ্ট ভিডিওতে রূপান্তর, এশিয়ার অন্যান্য ওপেন ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব বাড়ানো এবং ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস প্রোগ্রামের আওতায় মাইক্রো- ক্রেডেনশিয়াল কোর্স পরিচালন। কোলের প্রেসিডেন্ট আশা কানওয়ার বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সবগুলো প্রস্তাব বাস্তবায়নযোগ্য বলে জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে সেমকার সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভায় সেমকা’র ৬ বছর মেয়াদী কৌশলপত্র অনুমোদিত হয়। প্রসঙ্গতঃ, কমনওয়েলথ এশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যের মধ্যে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাগেশ্বর রাওসহ সকল সদস্য সেমকা’র দক্ষতা উন্নয়ন, ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস, ভার্চুয়াল ল্যাব এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির কাজের প্রশংসা করেন। বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয় লার্ণিং ম্যানেজমেন্ট সিস্টেম, মুডুল, ওপেন এডুকেশন রিসোর্স এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিগত দিনে সেমকা’র সহায়তা পেয়েছে। বাউবি’র বাইরেও সেমকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে ২০টি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বাস্তবায়নের ওপর সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়েছে।
×