ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম, আমৃত্যু থাকবো ॥ আইভী

প্রকাশিত: ২১:৫৯, ৮ ডিসেম্বর ২০২১

দলের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম, আমৃত্যু থাকবো ॥ আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ তফসিল ঘোষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দলের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম, আমৃত্যু থাকবো। অনেক চেষ্টা করেছেন জামাত-বিএনপি বানানোর জন্য। আলী আহাম্মদ চুনকাকে নিয়ে অডিও ক্যাসেটও বের করেছিলেন। আমার বাবা শেষ মুহুর্ত পর্যন্ত এই দলের জন্য নিবেদিত ছিলেন। আমাকে যেনো আল্লাহ জয় বাংলা বলেই মৃত্যু দেয়। মেয়র আইভী বলেন, প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেয়ার পরেও ষড়যন্ত্র চলছে। প্রার্থী হবার জন্য অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। আমি তাদেরকে বলবো অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন। কারণ সম্প্রতি দেখেছেন একজন প্রতিমন্ত্রীর কি অবস্থা হয়েছে। বুধবার বিকেলে নগরীর দুই নং রেলগেইটের আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় ডাঃ আইভী এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ ।
×