ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালের পলাতক ফাঁসির আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ১৩:৩১, ৭ ডিসেম্বর ২০২১

বরিশালের পলাতক ফাঁসির আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সুলতান বাদশা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃত্বে ঢাকার আশুলিয়ার মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আনোয়ারকে গ্রেফতার করে। আনোয়ার কাউনিয়া থানার লামচরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রবিবার আনোয়ারকে গ্রেফতার করা হয়। মামলার বাদী ও নিহত বাদশার বাবা মোঃ আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় একই ইউনিয়নের বশির ফকির, আব্দুস ছাত্তার, আনোয়ার হোসেনসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ১১ নবেম্বর চাঞ্চল্যকর এ মামলায় তিনজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। মামলার অপর দুই আসামির মধ্যে বশির ফকির এখনও পলাতক রয়েছে।
×