ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরার আড়পাড়া ডাক বাংলোর ইঁদারাটি পাক বাহিনীর অত্যাচারের নীরব সাক্ষী

প্রকাশিত: ১৭:৫৯, ৩ ডিসেম্বর ২০২১

মাগুরার আড়পাড়া ডাক বাংলোর ইঁদারাটি পাক বাহিনীর অত্যাচারের নীরব সাক্ষী

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরার শালিখার আড়পাড়া ডাক বাংলোর ইঁদারাটি ১৯৭১ সালে মহান মুক্তিযদ্ধের সময় পাক বাহিনীর বর্বর অত্যাচারের নীরব সাক্ষী। ইঁদারাটি বর্তমানে মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না , এই ইঁদারার ইতিহাস। জানা গেছে , জেলা পরিষদের ডাক বাংলোটির অবস্থান জেলার শালিখার আড়পাড়া বাজারের ফটকি নদীর তীরে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্দের সময় জনসাধারন ও মুক্তিযোদ্ধারা নৌকায় করে এই নদীদিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী বহু মানুষকে হত্যা করে ফটকি নদীতে ভাসিয়ে দিত। কথিত আছে কিছু মানুষকে ডাক বাংলোর ভীতর অবস্থিত এই ইঁদারায় ফেলে দিতে। কালের পরি ক্রমায় ইঁদারাটি মাটিতে ভরাট হয়ে গিয়েছে। এটিকে কেউ সংরক্ষন করেন নি। অথচ এই ইঁদরাটি পাকবাহিনরি অত্রাচারের নীরব সাক্ষী। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না এই ইঁদারার ইতিহাস । ফলে অযত্ন ও অবহেলায় ধ্বংস হতে চলেছে কালের সাক্ষী ইঁদরাটি।
×