ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কারাগারের সাবেক জেলারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২০:৫৩, ৩০ নভেম্বর ২০২১

চট্টগ্রাম কারাগারের সাবেক জেলারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার মোঃ সোহেল রানা বিশ^াসের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। সোমবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন একই কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন। তিনি জানান, সাবেক জেলার সোহেল রানার বিরুদ্ধে মামলায় দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়। দুদক সূত্র জানায়, সাবেক এই জেলার ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। তার সম্পদ বিবরণীতে ঘুষ দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকা সম্পদের তথ্য গোপন করা হয়।
×