ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৪:৫১, ২৯ নভেম্বর ২০২১

নেত্রকোনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ তৃতীয় ধাপের নির্বাচনের পরদিন এক পরাজিত চেয়ারম্যান প্রার্থী মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুর রহমানের পরিবারিক সূত্র জানায়, সোমবার সকাল থেকে তিনি বুকের বাম পাশে ব্যথা অনুভব করছিলেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়া হয়। ওই চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। পরে অবস্থার আরও অবনতি হলে দুপুর ১২টার দিকে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ তারজিরুল ইসলাম রায়হান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়েছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। কিন্তু বুকের ব্যথার কারণে নাকি ইনজেকশনের প্রতিক্রিয়ায় মারা গেছেন- সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।’ জানা গেছে, রবিবার তৃতীয় ধাপে দুর্গাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান বাকলজোড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজার ৩শ ভোট পেয়ে তৃতীয় হন। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অপর স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী তালুকদার। তিনি পান ৫ হাজার ৯শ ২১ ভোট।
×