ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোনা জলের কাব্য বড় পর্দায় আসছে ২৬ নভেম্বর ২০২১

যেখানে গল্পের শুরু, সেখান থেকেই শুরু হলো নতুন যাত্রা

শেখ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১২:৩৩, ২৪ নভেম্বর ২০২১

যেখানে গল্পের শুরু, সেখান থেকেই শুরু হলো নতুন যাত্রা

অনলাইন ডেস্ক ॥ নোনা জলের কাব্য‘র শুটিং হয়েছিলো যে গঙ্গামতীর চরে, সেই জেলে পাড়াতেই হয়ে গেলো এর প্রথম স্ক্রিনিং। নোনা জলের কাব্য - জেলে পাড়ার ছবি, জেলেদের জীবনযাপন নিয়ে নির্মিত ছবি। ২২ নবেম্বরে বিকালে ছবির প্রদর্শনীতে নিজেদের গল্প বড় পর্দায় দেখে আবেগাপ্লুত হয়ে পরেন অনেকেই। ছবি দেখা শেষে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা জেলে প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরেন নিজেদের জীবনের সুখ দু:খের গল্প। গঙ্গামতীর চর এবং জেলেপল্লী কুয়াকাটা পিকনিক স্পট-এ দুই বেলায় প্রদর্শিত হয় ‘নোনা জলের কাব্য’। ছবি দেখতে জমায়েত হয় জেলে পরিবারের ১২০০ সদস্য। প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, অভিনেতা তাসনোভা তামান্না ও অন্যান্য কলাকুশলী।
×