ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোঁফের কোট

প্রকাশিত: ২৩:২৭, ২১ নভেম্বর ২০২১

গোঁফের কোট

বিশ্বাস করুন আর নাই করুন। পামেলা ক্লিমান পাসি নামে এক অস্ট্রেলীয় ডিজাইনার মানুষের গোঁফ দিয়ে একটি কোট তৈরি করেছেন। সম্ভবত বিশ্বে তিনিই প্রথম গোঁফ দিয়ে পরিধানযোগ্য কোট বানিয়ে আলোচনায় এলেন। অনন্য সাধারণ কোর্টটি অস্ট্রেলিয়ার প্রখ্যাত ফ্যাশন ব্রান্ড ‘পলিটিক্স’-এর প্রদর্শনী কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে। পামেলা ক্লিমান পাসির দাবিÑ বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। মেলবোর্নের অভিজাত বিভিন্ন সেলুন থেকে এসব গোঁফ সংগ্রহ করেন পামেলা। এরপর অপেক্ষাকৃত বড় গোঁফ চেয়ে তিনি অনলাইনে পোস্ট দিতেই অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন নিজের গোঁফের কয়েকগুচ্ছ কেটে পামেলা ক্লিমান পাসির ঠিকানায় পাঠিয়ে দেন। এভাবে কয়েক কেজি গোঁফ জমে যায়। গোঁফ দিয়ে কোট তৈরি প্রসঙ্গে তিনি বলেন, আমি বোঝাতে চেয়েছি শরীরের এসব জিনিস শরীরেই মানায়, অন্যত্র নয়। কোটটি ‘পলিটিক্স’-এর প্রদর্শনী কেন্দ্রে তোলার পরই অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের লোকজন এটি দেখতে আসেন। অনেকেই এটির পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। ইতোমধ্যে অন্যান্য দেশের লোকজন এটি প্রদর্শনের জন্য পামেলা ক্লিমান পাসির সঙ্গে যোগাযোগ করেছেন। -সিডনি হেরাল্ড অবলম্বনে
×