ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে টানা তিনদিন সূচক বাড়ল

প্রকাশিত: ২২:১০, ২৯ অক্টোবর ২০২১

পুঁজিবাজারে টানা তিনদিন সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক এবং বস্ত্র খাতের চাহিদার দিনে সূচকের উর্ধমুখী প্রবণতায় বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ৩৭ পয়েন্ট। সপ্তাহের প্রথম দুইদিন দরপতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সূচক বাড়ল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের ৪৪ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ১৭১টি শেয়ারের হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৩টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১৩১টির। আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। সারাদিন সূচকের ওঠানামা শেষে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক সামান্য বাড়লেও অন্য সূচকগুলো কমেছে। এর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দুই হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকার শেয়ারের। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ারের। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। তৃতীয় স্থানে ছিল মালেক স্পিনিং। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ লিমিটেড, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, লাফার্জ হোলসিম লিমিটেড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দাম। এই বাজারে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৪০১ টাকার শেয়ারের। সিএসইতে বুধবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৪০১ টাকার শেয়ারের।
×