ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনসিএলে জয়ের পথে সিলেট

প্রকাশিত: ০০:১৪, ২৭ অক্টোবর ২০২১

এনসিএলে জয়ের পথে সিলেট

স্পোর্টস রিপোর্টার ॥ ২৩তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনেই জয় তুলে নেয় বরিশাল। তারা ৭৮ রানে পরাজিত করে স্বাগতিক চট্টগ্রামকে। আর তৃতীয় দিন শেষে প্রথম স্তরে খুলনার বিপক্ষে জয়ের পথে সিলেট। সিলেট একাডেমি মাঠে ৩ উইকেটে ৪৬ রান নিয়ে খেলতে নেমে খুলনার দ্বিতীয় ইনিংস ১৭৮ রানে গুটিয়ে যায়। নাহিদুল ইসলাম ৪৮ ও জিয়াউর রহমান ৪৭ রান করেন। রেজাউর রহমান নেন ৫ উইকেট। ২০৩ রানের জয়ের লক্ষ্যে সিলেট তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১২ করেছে। অমিত হাসান ৪১ রানে ফিরে গেলেও ৩৭ রানে অপরাজিত আছেন জাকির হাসান। আজ শেষদিনে সিলেটের প্রয়োজন ৯১ রান। প্রথম স্তরে ড্রয়ের পথে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে চলা ঢাকা-রংপুরের অপর ম্যাচ। রংপুরের প্রথম ইনিংস শেষ হয় ৩২১ রানে। আরিফুল হক ১১৮ বলে ৫ চার, ৪ ছয়ে ৯৮ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন। এছাড়া নাসির হোসেন ৬৬, নাঈম ইসলাম ৫৫ রান করেন। নাজমুল অপু ও শুভাগত হোম ৪টি করে উইকেট নেন। ৭৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনশেষে ঢাকা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৮ রান তুলে এগিয়ে গেছে ১১১ রানে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচটিও ড্রয়ের পথে। কক্সবাজার একাডেমিতে তৃতীয় দিন শেষে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৪ রান তুলে ৬৮ রানে পিছিয়ে আছে। এর আগে ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংস থামে ৩৩৯ রানে। আবু হায়দার রনি ৬৮, আমিনুল ইসলাম বিপ্লব ৬৫ ও মোঃ শরীফুল্লাহ ৫৯ রান করেন। তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন। কাবাডি লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পিলের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার দ্বিতীয় বিভাগ কাবাডি লীগে বিকেএসপি ৫৭-৪৭ পয়েন্টে হস্তিশুন্ড কাজিরা নবীন সংঘ (বরিশাল)-কে এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব ৬০-২০ পয়েন্টে সফিপুর শুকতার ক্রীড়া সংঘ (গাজীপুর)-কে হারায়।
×