ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক হামলা ও নারীর প্রতি সহিংসতাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: ১৫:৫২, ২৫ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক হামলা ও নারীর প্রতি সহিংসতাকারীদের শাস্তি দাবি

অনলাইন ডেস্ক ॥ সাম্প্রদায়িক হামলা ও নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান। আজ সোমবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নারীনেত্রী রাবেয়া বেগম। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ যুব মৈত্রী সভাপতি সাবাহ আলী খান কলিন্স, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক শিউলী সিকদার, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হাসিনা বানু, বিপাশা চক্রবর্তী, পিউ দাস প্রমুখ। বক্তারা বলেন, দেশের নারী সমাজ সাম্প্রদায়িকতা ও নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে। সম্প্রতি নারীর প্রতি সহিংসতা ক্রমবর্ধমান। স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক বিভাজন শুরু হয়, তাই আজ ফুলে ফলে পল্লবিত হয়ে পুরো সমাজেই ছড়িয়ে পড়েছে। তারা আরও বলেন, অর্থনৈতিক বৈষম্য, লুটপাট, দুর্নীতি, বেকারত্ব জনমনে যে হতাশা সৃষ্টি করেছে তার ফলে মানুষ ধর্মবাদী-মৌলবাদী-জঙ্গীবাদী প্রচারণায় বিভ্রান্ত হচ্ছে।
×