ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পায়রা শুধু সেতুই নয় বিনোদন স্পটও বটে

প্রকাশিত: ১০:৪৯, ২৫ অক্টোবর ২০২১

পায়রা শুধু সেতুই নয় বিনোদন স্পটও বটে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পায়রা কি শুধু নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থানপন করেছে না এমনটা নয়। পায়রা এখন বিনোদন স্পট হিসেবেও পরিচিতি পেতে চলছে। পটুয়াখালীর-বরিশাল মহাসড়কের পায়রা ব্রীজ খুলে দেয়ার পরই সেখানে মানুষের ঢল নামে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আশে পাশের জেলা থেকেও মানুষ এই ব্রীজের সৌন্দর্য উপভোগ করতে আসে। কেউ কেউ স্বপরিবারে আবার কেউ পরিবারের প্রবীন সদস্যদেরকে নিয়ে। বাদ যায় নি পরিবারের সব চেয়ে কম বয়সের সদস্যটিও। বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসারা গভীর রাত অবধি গান, বাজনা করে মাতিয়ে রাখে পুরো এলাকা। চলছে সামাজিক স্যোসাল মিডিয়ায় লাইভ। সেলফি তুলে ইতিহাসের স্বাক্ষিও হয়েছেন অনেকে। পটুয়াখালী শহর থেকে সৈয়দ মঞ্জুর মিজান নামের একজন পায়ে হেটে পায়রা ব্রীজ পর্যন্ত ১৮কিলোমিটার পারি দিয়ে নিজের ইতিহাসের স্বাক্ষি করেছেন। তিনি জানান, রাতের আলোকিত পায়রা ব্রীজ দুর থেকে মনে হয় শুন্যে ভেষে আছে। দর্শনার্থীদের এমন আগমনে স্থানীয় হকাররাও মহা খুশি। তারা গভীর রাত পর্যন্ত তাদের বেচা বিক্রি চালাচ্ছে। হকারদের ফেরীতে বেচাবিক্রি বন্ধ হলেও বিনোদন প্রেমিদের হাজারো মানুষের এমন পদচারনায় তাদের জীবিকার নতুন দিগন্ত খুলছে।
×