ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা অবহিত করণ কর্মশালা

প্রকাশিত: ১৬:৫২, ১৬ অক্টোবর ২০২১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সেবা অবহিত করণ কর্মশালা

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ “সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বচ্ছ ও কার্যকর সেবা প্রাপ্তিতে কমিউনিটি ও নাগরিক গ্রুপ সক্রিয়করণ” প্রকল্পের সেবা সম্পর্কে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সংস্থা এর আয়োজন করেন। দাতা সংস্থা এশিয়া ফাউন্ডেশন সহযোগিতা করেন। পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সংস্থাটি কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে আদিবাসিরা যে সব সুযোগ সুবিধা পাবেন কর্মশালায় আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ আখাতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ফোকাল পারসন একসেস কাজী মোঃ সেরাজুস সালেকিন, প্রকল্প ম্যানেজার (একসেস) শাহ মোঃ আমিনুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু শাহীন, উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, ইডিও কর্মকর্তা রওশন জামান চৌধুরী, অর্থ কর্মকর্তা মোঃ শাকিল, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জেড এ বাবুল, সাংবাদিক যথাক্রমে মোশাররফ হোসেন, মোকাদ্দেস হায়াত মিলন, দিপেন্দ্র নাথ রায়, বিষ্ণু পদ রায়, শামসুজ্জোহা প্রমুখ। এছাড়া কর্মশালায় আদিবাসী জনগোষ্ঠী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×